আপনারা যারা ইফতার দোয়া বাংলায় ও সেহেরী দোয়া বাংলায় জানতে চান তাদের জন্য এই পোস্টটি। সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি সেহরি ও ইফতারের দোয়া সঠিক বাংলা উচ্চারণ সহ শিখতে পারবেন। এখানে আমরা বাংলা উচ্চারণের পাশাপাশি আরবি উচ্চারণ দিয়ে রাখবো যাতে করে সকলের সুবিধা হয়। সম্পূর্ণ পোস্টটি শুরু করার আগে আমরা এ সম্পর্কে বিস্তারিত কিছু ফজিলত নিয়ে আলোচনা করব।
ইফতার করার পূর্বে আপনাকে ইফতারের দোয়া পড়তে হবে। ইফতারের দোয়া কেউ না জানলে সমস্যা নেই তবে জেনে বুঝে এবাদত করা আমাদের একান্ত কর্তব্য। আপনি যেহেতু সারাদিন রোজা রেখেছেন তাই আপনি চাইলে রোজা ভাঙ্গার দোয়া পড়তে মাত্র এক মিনিট সময় লাগবে এটিও আপনি করতে পারবেন। তাই আপনি যদি জীবনে একবার এই দোয়াটি মুখস্ত করে নেন তাহলে আর কখনো ভুলার সম্ভাবনা নেই।
আমরা যারা আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য সেহরি খেয়ে রোজা রাখার নিয়ত করেছি তাদেরকে আল্লাহ তা’আলা কবুল করে নিবেন। তবে সেহরি খাওয়ার পর রোজার নিয়ত পড়াটা সুন্নত। এটিকে রোজা রাখার দোয়াও বলে থাকে। তবে সেহরি দোয়া বাংলায় সকল মানুষ না জানার কারণে তারা এটি সম্পর্কে সঠিক নিয়ম জানেনা। আরবি ভাষাকে বাংলায় উচ্চারণ করলে যে সমস্ত ভুলগুলো হয় তা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাই আমরা এখন সঠিক বাংলা সেহরির দোয়া জানব।
ইফতার দোয়া বাংলায়:
আপনারা যারা বাংলা ইফতারের দোয়াটি উচ্চারণ সহ জানতে চাচ্ছেন তারা এখান থেকে পড়তে পারেন:
আরবি: بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু।
অর্থ: হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক দ্বারা ইফতার করছি। (আবু দাউদ মুরসাল, মিশকাত)
রোজা রাখার নিয়ত বাংলায়:
আরবি: نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
বাংলা উচ্চারণ: ‘নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম’
অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়ত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি ইসতেগফার পড়তে পারেন, নিচে তা আরবি ও বাংলায় দেওয়া হল:
আরবি: اَسْتَغْفِرُ اللهَ الْعَظِيْم – اَلَّذِىْ لَا اِلَهَ اِلَّا هُوَ اَلْحَيُّ الْقَيُّوْمُ وَ اَتُوْبُ اِلَيْهِ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ الْعَلِىِّ الْعَظِيْم
বাংলা উচ্চারণ: আসতাগফিরুল্লাহাল আজিম, আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল-হাইয়্যুল ক্বাইয়্যুম, ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।