[Pre-Registration] এইচএসসি রেজাল্ট SMS ২০২৩ মোবাইল এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম

ঢাকা শিক্ষা বোর্ড এর নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২৩ মোবাইল এসএমএসের মাধ্যমে/প্রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা চাইলে মোবাইলে ফ্রি রেজিস্ট্রেশন করার মাধ্যমে অফলাইনে রেজাল্ট দেখতে পারে। রেজাল্ট ঘোষণা হওয়ার পর দেখা যায় এ বছর ৮৯% শিক্ষার্থী পাস করেছে। জেনারেল, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের আওতায় ১১ টি শিক্ষা বোর্ডের পরীক্ষা ডিসেম্বর মাসে শেষ হয়েছিল। ফেব্রুয়ারি ৮ তারিখ ২০২৩ সাল বুধবার সকাল সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রীর মাধ্যমে সকল শিক্ষা বোর্ডের ফলাফল সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশ করার পর থেকে অনলাইন অফলাইন এবং মোবাইল এসএমএস এর মাধ্যমে পাওয়া যাচ্ছে। এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদেরকে খুব সহজে দেখাতে যাচ্ছি দ্রুত সময়ের মাধ্যমে মোবাইল এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম।

এইচএসসি রেজাল্ট ২০২৩ SMS

HSC Result Pre-Registration

মোবাইল এসএমএস এর রেজাল্ট দেখতে হলে কোন প্রকারের লিংক অথবা অনলাইন এমবি প্রয়োজন হয় না। কেবলমাত্র মোবাইলের মেসেজ অপশনে গিয়ে একটি এসএমএস সেন্ড করলে তার ফিরতে sms এর মাধ্যমে রেজাল্ট দেখা যায়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি টেলিটক বাংলাদেশ এর অফিসিয়ালি পরিচালনা করে থাকে। প্রতিটি এসএমএস এর জন্য সার্ভিস চার্জ হিসেবে তিন টাকা প্রযোজ্য হয়। তাই বেশি দেরি না করে চলুন এসএমএস পাঠানোর সঠিক প্রক্রিয়াটি দেখে নিন।

মনে রাখবেন সঠিকভাবে এসএমএস পাঠাতে না পারলে আপনি কোন রেজাল্ট পাবেন না কিন্তু আপনার মোবাইল থেকে তিন টাকা চার্জ কর্তন করা হবে। তাই সঠিক প্রক্রিয়ায় এসএমএস পাঠানোর নিয়ম গুলো আমাদের এই পোষ্টের মাধ্যমে দেখতে পারেন। এখানে দেওয়ার সকল বোর্ডের এসএমএস পাঠানোর প্রক্রিয়াটি খুব সহজে ছবির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

HSC Result প্রি-রেজিস্ট্রেশন নিয়ম

সাধারণ শিক্ষা বোর্ড গুলোর মধ্যে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, দিনাজপুর, বরিশাল, ময়মনসিংহ, ও যশোর শিক্ষা বোর্ড গুলো প্রযোজ্য। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ড একমাত্র বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। আর টেকনিক্যাল বা ভোকেশনাল শিক্ষা বোর্ডের জন্য BTEB প্রযোজ্য রয়েছে। আমরা নিজে প্রতিটি শিক্ষা বোর্ডের ভিন্ন ভিন্নভাবে রেজাল্ট দেখার এসএমএস পাঠানোর নিয়ম গুলো নিয়ে কথা বলতে যাচ্ছি। আশা করি আমাদের সঙ্গে থাকবেন এবং আপনার সঠিক তথ্যগুলো এখান থেকে মিলিয়ে নিবেন।

SMS পাঠানোর সঠিক নিয়ম:

শুরুতে অবশ্যই আপনাকে আপনার মোবাইল এসএমএস প্রক্রিয়াটি ওপেন করতে হবে। নতুন এসএমএস লেখার অপশনে যেতে হবে, এবার লিখুন “HSC” স্পেস দিন “DHA” স্পেস “আপনার নিজের Roll No” স্পেস “2023” এবার পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে।

উদাহরণস্বরূপ: HSC DHA 1234567 2023 send to 16222

এই নিয়ম অনুসরণ করে আপনি সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের ফলাফল দেখতে পারেন। শুধুমাত্র বোর্ডের নামের জায়গায় আপনার নিজের বোর্ডের নাম লিখতে হবে। অর্থাৎ আপনার বোর্ডের সম্পূর্ণ নামের প্রথম তিন অক্ষর পরিবর্তন করতে হবে। নয়টি শিক্ষা বোর্ডের সংক্ষিপ্ত নামের তালিকা দেওয়া হলো:

বোর্ডের সম্পূর্ণ নাম সংক্ষিপ্ত নাম
DHAKA DHA
COMILLA COM
RAJSHAHI RAJ
CHITTAGONG CHI
DINAJPUR DIN
BARISAL BAR
SYLHET SYL
MYMENSINGH MYM
JESSORE JES

See: ঢাকা বোর্ড HSC 2023 ফলাফল

যশোর বোর্ড এইচএসসি ফলাফল 2023

উপরোক্ত সংক্ষিপ্ত ফর্ম গুলো ব্যবহার করে আপনারা দ্রুত সময়ের মধ্যে প্রতিটি শিক্ষা বোর্ডের রেজাল্ট এসএমএস এর মাধ্যমে পেয়ে যেতে পারেন।

এখন আমরা দেখাবো আপনাকে কিভাবে মাদ্রাসা বোর্ডের রেজাল্ট মোবাইলে এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন। এর জন্য আপনাকে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে।

আপনার ব্যক্তিগত মোবাইল এর এসএমএস লেখার অপশনে আসুন। নতুন এসএমএস লেখা শুরু করুন, “ALIM” স্পেস “MAD” স্পেস “আপনার নিজের Roll No” স্পেস “2023” এবার পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে।

উদাহরণ: Alim MAD 674312 2022 and send 16222

HSC Result 2023 Dhaka Board

কুমিল্লা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৩

আপনাকে মনে রাখতে হবে মাদ্রাসা বোর্ডের সংক্ষিপ্ত রূপ MAD হবে আর এখানে আলিম পরীক্ষা হওয়ার কারণে Alim লিখতে হবে। এখানে যদি আপনি HSC লিখেন তাহলে রেজাল্ট আসবে না। তাই এই কথাটি ভালোভাবে মনে রাখতে হবে।

যারা ভোকেশনাল বোর্ডের আওতায় পরীক্ষা দিয়েছেন তাদের ফলাফল দেখার প্রক্রিয়াটি নিচে দেওয়া হল:

নতুন করে এসএমএস লেখার জায়গায় আসুন, এসএমএস লেখা শুরু করুন, “HSC” স্পেস “TEC” স্পেস “আপনার নিজের Roll No” স্পেস “2023” এবার পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে।

উদাহরণ: HSC TEC 546789 2022 send 16222

ভোকেশনাল বোর্ডের সংক্ষিপ্ত রূপ হিসেবে লিখতে হবে “TEC” আর অন্য সবকিছু সাধারণ শিক্ষা বোর্ডের মত লিখতে হবে। আশা করি উপরোক্ত প্রক্রিয়াগুলো অনুসরণ করলে আপনার ফলাফল ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে পেয়ে যাবেন।