এরই মধ্যে আমরা জানতে পেরেছি সকল বোর্ডের এইচএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ ফল প্রকাশ হয়েছে। এইচএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণ ফলাফল এসএমএসের মাধ্যমে দেখার নিয়ম এই পোস্টের মধ্যে রয়েছে। এখান থেকে আপনি আরো জানতে পারবেন কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে HSC সকল বোর্ডের চ্যালেঞ্জ রেজাল্ট ডাউনলোড করতে হবে। তাহলে আর দেরি না করে চলে শুরু করা যাক।
HSC খাতা পুনঃনিরীক্ষণ ফলাফল প্রকাশিত দেখুন
আজ ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় সকল বোর্ডের চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ করা হয়েছে। এইমাত্র প্রকাশিত ফলাফল সবার আগে চেক করতে হলে মোবাইল থেকে এসএমএস পাঠানোর মাধ্যমে দেখতে হবে। যারা ইতিপূর্বে HSC পরীক্ষার ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের রেজাল্ট পাওয়া যাচ্ছে। আপনি সবার আগে খুব দ্রুত সময়ের মধ্যে টেলিটক সিম থেকে এসএমএস পাঠানোর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন।
এইচএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ ফল মোবাইল SMS এ দেখার নিয়ম
আপনি যদি সঠিক ভাবে আপনার বোর্ডের নিয়ম অনুসরণ করে HSC ও সমমান পরীক্ষার রেজাল্ট চ্যালেঞ্জ আবেদন করে থাকেন তাহলে আপনার ফলাফল সরাসরি মোবাইলে এসএমএসে চলে আসবে। আমরা ইতিমধ্যেই শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সাথে কথা বলে জানতে পেরেছি যে, রেজাল্ট এসএমএসে দেখার জন্য নতুন করে কোন এসএমএস দিতে হবে না। শুধু কিছু সময় অপেক্ষা করলে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সবার মোবাইলে এসএমএস পাঠিয়ে রেজাল্ট জানিয়ে দেয়া হবে।
তবে কিছু কিছু মাধ্যম থেকে জানতে পেরেছি যে, যদি রেজাল্ট পরিবর্তন হয় সে ক্ষেত্রে এসএমএস আসবে। আর যদি কোন শিক্ষার্থীদের আবেদন করার পরও এসএমএস না আসে তাহলে জানতে হবে তার ফলাফল পরিবর্তিত হয়নি। তবে আমরা জানি যে, সকল সঠিকভাবে আবেদনকৃত প্রার্থীর মোবাইল নাম্বারে এসএমএস পাঠানো হবে।
HSC রেজাল্ট দেখার SMS নিয়ম (সকল সিম)
HSC result through SMS সকল গ্রাহকের জন্য প্রযোজ্য
SMS charge: BDT 2.67/SMS
যেভাবে রেজাল্ট sms পাওয়া যায়:
সাধারণ শিক্ষা বোর্ড:
Type HSC<>BOARD<>ROLL<>YEAR & send to 16222
Example: HSC DHA 123456 2022 & send to 16222
ফিরতে এসএমএস এ জানানো হবে:
NAME/GPA (1ST PHASE), up to 6 pm and NAME/LTRG (2ND PHASE) IN DETAILS, after 6:15 pm
মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়ম:
Type HSC<>MAD<>ROLL<>YEAR & send to 16222
টেকনিক্যাল শিক্ষা বোর্ডের নিয়ম:
Type HSC<>TEC<>ROLL<>YEAR & send to 16222
(বিদ্র: উপরে দেওয়া নিয়ম গুলো শুধুমাত্র HSC পরীক্ষার মেইন ফলাফল দেখার জন্য প্রযোজ্য হবে)
বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পিডিএফ ডাউনলোড লিংক
পুনঃনিরীক্ষণ রেজাল্ট প্রকাশিত ডাউনলোড করুন