Assignment

তাপ সঞ্চালন কাকে বলে?

তাপ সঞ্চালন হল তাপের স্থান পরিবর্তন, যা সর্বদা উচ্চ তাপমাত্রা বিশিষ্ট স্থান থেকে নিম্ন তাপমাত্রা বিশিষ্ট স্থানে প্রবাহিত হয়।

তাপ তিন পদ্ধতিতে এক স্থান হতে অন্য স্থানে সঞ্চালিত হয়। যথাঃ-
১। পরিবহন
২। পরিচলন
৩। বিকিরণ
নিচে এই তিন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো।
পরিবহনঃ 
কঠিন পদার্থে মাধ্যমের কণাগুলোর স্থান পরিবর্তন না করে শুধুমাত্র স্পন্দনের মাধ্যমে এক অনু অন্য অনুর মধ্যে তাপ ছড়িয়ে দেয়াকে পরিবহন বলে।
তাপ পরিবহণের জন্য জড় মাধ্যমের প্রয়োজন। এ পদ্ধতিতে পদার্থের উষ্ণতর অণুগুলো তাপ গ্রহণ করে নিজের অবস্থানে থেকে স্পন্দিত হতে থাকে। এ স্পন্দনের মাধ্যমে উত্তপ্ত অণুগুলো পার্শ্ববর্তী শীতল অণুগুলো কে তাপ প্রদান করে, সেগুলো উত্তপ্ত হয়ে আবার তাদের পার্শ্ববর্তী অণুগুলোতে তাপ সঞ্চালিত করে। যে মাধ্যমের অণুগুলো যত বেশি সুদৃঢ় সেখানে পরিবহণ তত বেশি হয়ে থাকে।
পরিচলনঃ তরল ও বায়বীয় পদার্থের মধ্যে তাপ সঞ্চালনের পদ্ধতিকে পরিচলন বলে । এই পদ্ধতিতে অনুর স্থানান্তর ঘটে ।

এ পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য জড় মাধ্যম আবশ্যকীয়।

বিকিরণঃ কোনো বায়বীয় ও স্বচ্ছ পদার্থের মধ্যে দিয়ে যে পদ্ধতিতে তাপ সঞ্চারিত হয় তাকে বিকিরণ বলে । এই পদ্ধতিতে তাপ প্রবাহের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না , শূন্য মাধ্যমেও তাপ সঞ্চারিত হয় ।   

খ) তাপমাত্রা বাড়লে বায়ুমন্ডলের চাপ কমে যায় কেন?

গ) দন্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় কর।

ঘ) উদ্দীপকের আলােকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে? বিশ্লেষণ কর।

১। গরম হ্যারিকেনের চিমনিতে ঠাণ্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন?

Top Stories

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *