(Link) মোবাইলে সোনালী ব্যাংক ই-ওয়ালেট অ্যাপ্স ইন্সটল করে ক্যাশ আউট করুন সহজে

নতুন পদ্ধতির মাধ্যমে সোনালী ব্যাংকের গ্রাহক চেক ছাড়াই সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে ক্যাশ উত্তোলন করতে পারবেন। দিন দিন দেশের সকল স্তরে ডিজিটালাইজ করার মাধ্যমে গ্রাহকদের সেবা সহজতার করার অংশ হিসেবে সোনালী ব্যাংক ই-ওয়ালেট অ্যাপস একটি অন্যতম উদাহরণ। যদিও সোনালী ব্যাংকের কোন এটিএম বুথ নেই তাই গ্রাহকরা টাকা উত্তোলনের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টাকা উত্তোলন করতে হতো। কিন্তু এই নতুন সুবিধার মাধ্যমে সকল গ্রাহক খুব সহজভাবে টাকা ক্যাশ আউট করে স্বল্প সময়ের মধ্যে তুলে নিতে পারবে।

ই-ওয়ালেট অ্যাপস এর মাধ্যমে গ্রাহকরা তার ব্যাংকের অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্য দিয়ে খুব সহজভাবে দেখতে পাবে। অন্য একাউন্টে টাকা ট্রান্সফার ও যেকোন ট্রানজেকশন এর মাধ্যমে সম্পন্ন করা যাবে। সোনালী ব্যাংকের ই-ওয়ালেট অ্যাপস এর যে সকল সুবিধা গুলো পাওয়া যাবে তা নিচে বর্ণনা করা হলো:

https://www.sonalibank.com.bd/SonalieWallet.php

যে সকল সুবিধা গ্রাহক পাবেনঃ

১. কোন চেক লাগবে না

২. কোন চার্জ নেই

৩. সোনালী ব্যাংকের যে কোন ব্রাঞ্চ থেকে টাকা উত্তোলন করতে পারবেন

৪. ২ মিনিটেই ক্যাশ হাতে

৫. সিগনেচার ভেরিফিকেশন এর ঝামেলা নেই

সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে আপনি উপরোক্ত সুবিধা গুলো নেওয়ার জন্য যে সকল তথ্যাদি প্রয়োজন হবে তা নিচে তুলে ধরা করা হলো।

যা থাকা লাগবেঃ

১. সোনালী ই-ওয়ালেট অ্যাপ্স মোবাইল এ ইন্সটল থাকতে হবে।

অ্যাপস ইনস্টল করতে এখানে ক্লিক করুন

একজন গ্রাহক হিসেবে আপনি কিভাবে এই অ্যাপসের মাধ্যমে টাকা উত্তোলন করবেন তা নিচে কিছু পয়েন্টের মাধ্যমে বলা হলো:

কিভাবে টাকা উত্তোলন করবেনঃ

১. সোনালী ব্যাংকের যে কোন শাখায় QR code টানিয়ে রাখা আছে।

২. সোনালী ই-ওয়ালেট অ্যাপ্স এর মাধ্যমে আগে অ্যাড মানি ফিচার ব্যবহার করে ই-ওয়ালেট এ টাকা নিয়ে আসুন।

৩. এখন QR code স্কান করে ক্যাশ আউট করুন।

৪. ক্যাশ সেকশনে বলুন টাকার পরিমান, মোবাইল নাম্বার।

ক্যাশ সেকশন থেকে আপনার অর্থ গ্রহন করুন।

ছবিঃ ১.QR code. প্রত্যেক ব্রাঞ্চ এ এই রকম কিউআর কোড দেখতে পাবেন।

সোনালী ব্যাংকে যদি আপনার একটি একাউন্ট থেকে থাকে তাহলে আর কোন কথা নেই আপনি গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে উপরোক্ত সুবিধা গুলো নিতে পারেন।

ই ওয়ালেট অ্যাপস ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন