www upension.gov.bd সার্বজনীন পেনশন নিবন্ধন করার পদ্ধতি ২০২৩ pension scheme আবেদন করুন

প্রিয় ভিজিটর আপনি কি সার্বজনীন পেনশন নিবন্ধন ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী? তাহলে এই পোস্টটি আপনার জন্য তৈরি করা হয়েছে। এখন আমরা সার্বজনীন পেনশন নতুন নিবন্ধন করার পদ্ধতি সম্পর্কে জানতে পারব। https://www.upension.gov.bd/ এই অফিসিয়াল লিংক এর মাধ্যমে আপনি সরাসরি পেনশনের জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ ফ্রি ও সঠিক পদ্ধতিতে সরকারি পেনশন পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া পোষ্টের মাধ্যমে জানতে পারবেন।

সার্বজনীন পেনশন ভাতা হিসেবে কত টাকা মাসিক পাবেন এবং কত টাকা জমা করতে হবে সে সকল তথ্য এই পোষ্টের ভিতর পাওয়া যাবে। আর সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট এর লিংকসহ এখান থেকে সরাসরি আবেদন করার প্রক্রিয়া জানা যাবে। এই মুহূর্তে বাংলাদেশের সকল মানুষের মাঝে একটি নতুন উদ্ভাবন পেনশন ভাতা।

পেনশন অফিশিয়াল ওয়েবসাইট লিংক

https://www.upension.gov.bd/

এখান থেকে জানা যায় যে, বিভিন্ন স্কিমের মাধ্যমে এই পেনশন ভাতা প্রদান করা হবে। এই স্কিম গুলোর মধ্যে প্রবাস, প্রগতি, সুরক্ষা, ও সমতা চারটি ভাগ বিদ্যমান রয়েছে। সবগুলো ভাগে কিভাবে টাকা পাবেন এবং কত টাকা জমা করলে কত বছর পরে কত টাকা ফেরত পাবেন বিস্তারিত আবেদন প্রক্রিয়া নিচে পাওয়া যাচ্ছে।

সার্বজনীন পেনশন ওয়েবসাইট

সবার শুরুতে যে তথ্যটি আপনাদের জানার প্রয়োজন তা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট কোনটি? আর এখন আমি আপনাদেরকে সরাসরি অফিসিয়াল লিংকটি প্রদান করছি https://www.upension.gov.bd/ এই লিংকের মাধ্যমে অফিশিয়াল সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

সার্বজনীন পেনশন রেজিষ্ট্রেশন

পেনশন রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই সকল বাংলাদেশী নাগরিক তার জাতীয় পরিচয় পত্র অনলাইন এবং অফলাইন কপি প্রদান করতে হবে। যদি কোন প্রবাসী ভাই এ কার্যক্রম পরিচালনা করতে চান তাহলে অবশ্যই আপনাকে পাসপোর্ট এর কপি প্রদান করতে হবে। সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিচে দেওয়া ছবি অনুযায়ী সম্পাদন করতে পারেন। যে কোনো ব্যক্তি ঘরে বসে মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে নিজের রেজিস্ট্রেশন নিজেই শেষ করতে পারবে।

সার্বজনীন পেনশন ২০২৩ আবেদন

সবার আগে দ্রুত সময়ের মধ্যে পেনশন আবেদন করতে https://www.upension.gov.bd/ জাতীয় পেনশন ওয়েবসাইটে প্রবেশ করুন। এই লিংক থেকে সকল তথ্য দ্রুত সময়ের মধ্যে প্রদান করা হয়। এবং আপনি যদি নিজে নিজে ঘরে বসে এ আবেদনটি না করতে পারেন তাহলে অবশ্যই সোনালী ব্যাংকে যে কোন শাখা থেকে আবেদন সম্পন্ন করতে পারবেন।

সার্বজনীন পেনশন ২০২৩ আবেদন

উপরে প্রদত্ত পেনশন আবেদন ফরমটি সকলের জন্য বাধ্যতামূলক। এ আবেদন ফরমটি অবশ্যই আপনাকে যেই শাখার আওতায় আবেদন করবেন সেখানে পূরণ করে জমা দিতে হবে। অথবা অনলাইনে স্ক্যান করে আপলোড করতে হবে।

সার্বজনীন পেনশন রেজিস্ট্রেশন

পেনশন পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হলো:

  • প্রথমেই আপনি অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন
  • ওয়েবসাইট লিংক:https://www.upension.gov.bd/Public/Registration
  • এরপর এখান থেকে বিভিন্ন স্কিম সম্পর্কে জানুন
  • তারপর এই পেজের ডান দিকে উপরে “পেনশন রেজিস্ট্রেশন” বাটনে ক্লিক করুন
  • “আমি সম্মত আছি” বাটনে ক্লিক করুন
  • প্যাকেজ/স্কিম নির্ধারণ করুন
  • এন আই ডি নাম্বার দিন, জন্ম তারিখ লিখুন, মোবাইল নাম্বার দিন, ইমেইল এড্রেস টাইপ করুন
  • ক্যাপচা কোড প্রদান করে পরবর্তী পেজে যান
  • নতুন পেজে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন

প্রবাস (প্রবাসী বাংলাদেশি)

প্রবাসী বাংলাদেশী যারা পেনশন স্কিমের আওতায় আসতে চান তাদের জন্য নিচে দেওয়া তথ্য অনুযায়ী চাঁদা গ্রহণের সময়কাল এবং সম্ভাব্য মাসর পেনশন টাকা প্রদানের তথ্য দেওয়া হলো। আপনি যদি মাসিক 5000 টাকা করে চাঁদা দেন তাহলে ৬০ বছর বয়সের পর আপনি মাসে ১ লক্ষ ৭২ হাজার ৩২৭ টাকা করে পেনশন পাবেন। এভাবে নিচে দেওয়া তথ্য গুলো যাচাই করে সিদ্ধান্ত নিন।

প্রবাস (প্রবাসী বাংলাদেশি)

প্রগতি (বেসরকারি কর্মচারী/প্রতিষ্ঠান)

এই স্কিমটি শুধুমাত্র বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা প্রার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে আপনি মাসে 2000 টাকা জমা রাখলে ১০ বছর জমা রাখার পর ৬০ বছর বয়স হলে তারপর থেকে আপনি মাসিক 68 হাজার ৯৩১ টাকা হারে পেনশন পাবেন। এভাবে এখানে দেওয়া তিনটি ভাগের যেকোনো একটি আপনি পছন্দ করে রেজিস্ট্রেশন শুরু করতে পারেন।

প্রগতি (বেসরকারি কর্মচারী/প্রতিষ্ঠান)

সুরক্ষা (স্বকর্ম ও অ-প্রাতিষ্ঠানিক কর্মী)

যারা নিজেরা বাড়িতে বিভিন্ন কাজের মাধ্যমে টাকা উৎপাদন করে থাকে তাদের জন্য এই ক্রিমটি নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আপনি চাকরিজীবী না হলে আপনাকে এই প্যাকেজটি চয়েজ করতে হবে। এখানে সর্বনিম্ন আপনি মাসে এক হাজার টাকা করে জমা রাখতে পারবেন। ৬০ বছর পর আপনি মাসে 34 হাজার 465 টাকা করে পেনশন পাবেন। এখানে সর্বোচ্চ 5000 টাকা হারে জমা রাখতে পারবেন।

সুরক্ষা (স্বকর্ম ও অ-প্রাতিষ্ঠানিক কর্মী)

সমতা (স্বল্প আয়ের ব্যক্তি)

এই প্যাকেজটি সকল ব্যক্তিদের জন্য প্রযোজ্য। আপনি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে মাসে ৫০০ টাকা জমা করবেন আর সরকার আপনার জন্য ৫০০ টাকা প্রদান করবে। অর্থাৎ এই স্ট্রিমে আপনি দশ বছর চাঁদা প্রদান করলে আপনার বয়স ৬০ হওয়ার পর মাসে আপনি ৩৪ হাজার ৪৬৫ টাকা হারে পেনশন পাবেন।

সমতা (স্বল্প আয়ের ব্যক্তি)

উপরের দেওয়া তথ্য অনুযায়ী আপনি যদি pension scheme আবেদন আগ্রহী হয়ে থাকেন তাহলে আজই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। আপনি চাইলে নিচে দেওয়া ভিডিও অনুযায়ী আপনার রেজিস্ট্রেশন শেষ করতে পারবেন। যে কোন প্রকার তথ্য অথবা সাহায্য পেতে হলে আমাদের পোস্টের নিচে কমেন্ট করুন।

সার্বজনীন পেনশন স্কিম নিবন্ধন

যারা আর্টিকেল এর তথ্য অনুযায়ী নিবন্ধন করতে না পারবে তারা চাইলে ভিডিও দেখে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন নিচে দেওয়া ভিডিওটি আপনাদের অনেক সহায়তা করবে বলে মনে হয়।

https://www.youtube.com/watch?v=gMQjsfWUt_Y

সার্বজনীন পেনশন ব্যবস্থা ২০২৩

আমরা জানতে পারলাম এই কার্যক্রম গুলো সরাসরি সরকারি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয়ে থাকবে। তাই আপনি বৃদ্ধ হয়ে গেলে আপনার টাকা নিজে উত্তোলন করতে পারবেন এবং মারা গেলে আপনার নমিনি যাকে দিবেন সে সম্পূর্ণ টাকা তুলতে পারবেন। তবে অবশ্যই আপনাকে ৬০ বছর বয়স হলে তারপর থেকে টাকা প্রদান করা হবে। এখানে ১০ বছর যাবত বিভিন্ন কিস্তিতে অথবা মাসিক ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে হবে।

সার্বজনীন পেনশন ব্যবস্থা চার্ট

এই পেনশনের মূল শর্ত হচ্ছে আপনাকে ১৮ বছরের উদ্ধের নাগরিক হতে হবে। এবং ১৮ বছর সম্পূর্ণ হলে যে কোনো সময় থেকে ১০ বছর আপনি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে পারবেন। তারপর আপনার বয়স যখন ৬০ হবে তখন এ টাকা বিভিন্ন কিস্তিতে অথবা একসাথে উত্তোলন করতে পারবেন।

এ পোস্টটি ভালো লেগে থাকলে অবশ্যই ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না। আপনার মাধ্যমে দেশের অন্যান্য সকল মানুষজন এ ব্যাপারে আরও তথ্য জানতে পারবে। এবং ফ্রিতে সকলকে রেজিস্ট্রেশন করার জন্য আগ্রহ প্রকাশ করুন। এখনই আপনার ফেসবুক পোস্টে শেয়ার করে দিন।