ফসলের মৌসুম বলতে কি বুঝ?
উত্তর:
ফসলের মৌসুম বলতে কি বুঝ। একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল-ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ঐ ফসলের মৌসুম বলে।
[adToAppearHere]
রবি মৌসুম ও খরিপ মৌসুমে এর পার্থক্য কি?
[adToAppearHere]
তুলনা করার জন্য বেস |
খরিফ ফসলাদি |
রবি ফসল |
অর্থ |
খরিফ শস্যকে বর্ষার শুরুতে বপন করা ফসল হিসাবে বর্ণনা করা যেতে পারে। |
রবি ফসল হ’ল ফসল যা বর্ষার শেষে অর্থাৎ শীত মৌসুমে বপন করা হয়। |
প্রধান ফসল |
ভাত, ভুট্টা, তুলা, চিনাবাদাম, জোয়ার, বাজরা ইত্যাদি। |
গম, মটর, ছোলা, তেলবীজ, বার্লি ইত্যাদি |
প্রয়োজন |
এটি বৃদ্ধি করতে প্রচুর পরিমাণে জল এবং গরম আবহাওয়া প্রয়োজন। |
বীজের অঙ্কুরোদগম এবং শীতল জলবায়ু বৃদ্ধির জন্য এটি উষ্ণ জলবায়ু প্রয়োজন |
পুষ্পোদ্গম |
সংক্ষিপ্ত দিনের দৈর্ঘ্য প্রয়োজন |
দিনের দীর্ঘ দৈর্ঘ্য প্রয়োজন |
বপনের মাস |
জুন জুলাই |
অক্টোবর নভেম্বর |
ফসল কাটার মাস |
সেপ্টেম্বর অক্টোবর |
মার্চ এপ্রিল “bdexamhelp.com” |
[adToAppearHere]
[adToAppearHere]
মুরগির দেহের অত্যাবশকীয় পুষ্টি উপাদান গুলো কি কি?
উত্তর:
[adToAppearHere]
মুরগির খামারের খাদ্য ও পানি কেন গুরুত্বপূর্ণ?
[adToAppearHere]
উত্তর:
[adToAppearHere]
পানি সম্পর্কে কতগুলো প্রয়োজনীয় উপদেশ:
১) যেহেতু মুরগির গুরুত্বপূর্ণ উপাদান পানি সেহেতু তা পর্যাপ্ত ও বাধাহীন ভাবে সব সময় গ্রহণ করার সুযোগ দিতে হবে। মুরগির পছন্দমত বিশুদ্ধ পানি পর্যাপ্ত পরিমাণে দিতে হবে।
২) প্রতিদিন পানি গ্রহণের পরিমাণ ঠিক রাখতে হবে। পানি কম পরিমাণে পান করলে বুঝতে হবে হয়তো খাবারের দোষ আছে ।
৩) পানি মুরগির নাগালের মধ্যে থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানির পাত্র নির্দিষ্ট দূরত্বে এমনভাবে বসাতে হবে যাতে মুরগিকে পানি হতে বেশি দূরে যেতে না হয়। পানির পাত্রের আকৃতি ও উৎস মুরগির জন্য পর্যাপ্ত হতে হবে। পানি উপচে পড়া চলবে না বা ছিদ্র পথে নষ্ট হওয়া চলবে না। পানিতে ক্ষতিকর খনিজ উপাদান আছে কিনা তা খাওয়ানোর আগে পরীক্ষাগারে পরীক্ষা করে নিতে হবে।
৪) প্রতি ৫-৬ মাস পরপর রসায়নাগারের মাধ্যমে পানি পরীক্ষা করে এর ব্যবহার ও উপযুক্ততা সম্পর্কে নিশ্চিত হতে হবে। কোন ক্ষতিকর উপাদান থাকলে তা নিশ্চিত করতে হবে এবং তা নিরাপদ মাত্রার মধ্যে আছে কিনা তা দেখতে হবে। ক্ষতিকর ব্যাকটেরিয়া বা অনুজীব বিশেষ করে সালমোনেলা ও ই কলাই সম্পর্কে সাবধান থাকা অত্যন্ত জরুরি। এ সমস্যা সমাধানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট (যেমন- Aquaguard, SI Chlor T)
৫) কোন ভ্যাকসিন বা টিকা দেয়ার জন্য ব্যবহার্য পানি যে কোন ধরনের ওষুধ বা জীবাণুনাশক মুক্ত থাকতে হবে। পানিতে ওষুধ প্রয়োগের সময় পারিপার্শ্বিক তাপমাত্রা পরির্বতনের ব্যাপারে সজাগ থাকতে হবে। ওষুধ প্রয়োগের নির্ধারিত তাপমাত্রা সাধারণত ৭০ ডিগ্রি ফারেনহাইট এ কার্যকর।
[adToAppearHere]
খাবার এবং পানির জায়গাঃ
প্রথম কদিন ডিম নেবার কাটুনে কাবার দেওয়া হলে চলবে। বাচ্চা পিছু খাবার জায়গা দিতে হবে ২.৫ সিমে (১”)। এই ব্যবস্থা চলবে বাচ্চার ১ সপ্তাহ বয়স পর্যন্ত। প্রথম প্রথম খাবারের জায়গা পুরো ভরে দিলে চলবে। কিন্তু একটু বড় হয়ে যাবার পর খাবারের জায়গা আধা আধি ভর্তি করতে হবে। এভাবে চললে খাবার নষ্ট কম হবে। দিনে ৪ বার খাবারের জায়গায় দখাবার দিলে চলবে।
[adToAppearHere]
খাবারের জায়গা বার বার ভরে দিলে মুরগি বাড়ে ভাল। ৪ সপ্তাহ বয়স পর্যন্ত মুরগি প্রতি খাবারের জায়গা হবে ৫ সেমি। পরে বেড়ে সেটা দাড়াবে ৭.৫ সেমি (৩”)। সমস্ত দিনভর বাচ্চাদের পরিষ্কার ঠান্ডা পানি জুগিয়ে যেতে হবে। পানির জায়গা বেশি সংখ্যায় দিতে হবে। মনে রাখতে বাচ্চা ডিমপাড়া মুরগি থেকে ব্রয়লার বাচ্চা বেশি পানি খায়। গরমকালে, বিশেষ করে গরম প্রবাহ চললে মুরগি প্রচুুর পানি খেয়ে নিজেকে ঠান্ডা করার চেষ্টা করে।
[adToAppearHere]