গতকাল যে সকল প্রার্থীরা ইপিএস দক্ষিণ কোরিয়া অনলাইন লটারি ২০২৪ আবেদন করেছিলেন কিন্তু এখনো টাকা প্রদান করতে পারেননি তাদের জন্য নতুন সহজ পদ্ধতি প্রদান করা হয়েছে। BOESL এর অফিসিয়াল নোটিশ মাধ্যমে জানানো হয়েছে নতুন করে বিকাশের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পেমেন্ট করতে হবে। নতুন পদ্ধতিতে যেভাবে সঠিক নিয়ম মেনে চলে বিকাশ এর 500 টাকা পেমেন্ট করতে হবে তার নিচে সহজভাবে বর্ণনা করা হলো। আশাকরি এই পদ্ধতি অবলম্বন করলে আপনারা কুরিয়ার লটারি টাকা প্রদান করা সম্পন্ন হবে। এবং এই পদ্ধতি আজ বিকাল ৪ ঘটিকা থেকে শুরু হবে। বিস্তারিত জানার জন্য http://eps.boesl.gov.bd/ এই লিংক ব্যবহার করতে পারেন
চূড়ান্ত নিবন্ধন কার্যক্রমে বিকাশ পেমেন্ট সংক্রান্ত জরুরি নোটিশ। ইপিএস এর আওতায় কোরীয় ভাষা পারদর্শীদের চলমান নিবন্ধন কার্যক্রমে যারা প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদেরকে নিম্নবর্ণিত কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো:
১। অদ্য (২৩/০২/২০২৪) বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিকাশের মাধ্যমে Submission ID: 230020000 পর্যন্ত প্রাথমিক নিবন্ধনকারী প্রার্থীবৃন্দ পেমেন্ট সম্পন্ন করে চূড়ান্ত নিবন্ধন করার সূযোগ পাবেন। বিকাল ৪টার মধ্যে যদি সকলে পেমেন্ট সম্পন্ন না করেন, তবে পরবর্তী ক্রমানুসারে 230020001 থেকে 230023000 প্রাথমিক নিবন্ধনকারী প্রার্থীবৃন্দ পেমেন্টের সুযোগ পাবেন।
২। পেমেন্ট চলাকালীন সময়ে সার্ভারের লোড নিয়ন্ত্রনের জন্য Admit Card Download বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে Admit Card Download করার এর জন্য আলাদা করে সময় দেয়া হবে এবং বিষয়টি এ পেইজে নোটিশের মাধ্যমে অবহিত করা হবে।
৩। যারা ইতোমধ্যে payment complete করেছেন বা করবেন তাদের তালিকা বর্ণিত লিঙ্কে দেয়া হয়েছে/হবে (Submission Id এর ক্রমানুসারে)। এই তালিকাটি কিছু সময় পরপর হালনাগাদ/update করা হবে।
১০ হাজার জনের পেমেন্ট সম্পন্ন তালিকা লিংক: https://tinyurl.com/mrxptjd5
৪। গত ২২/০২/২০২৪ তারিখে যাদের payment বিকাশে pending রয়েছে অর্থাৎ যাদের payment complete হয়নি, তাদেরকে আজকের নির্ধারিত সময়/deadline-এর মধ্যে পুনরায় payment করতে হবে। উল্লেখিত pending payment সমূহের জন্য যাদের টাকা বিকাশ কেটে রেখেছে, যথা নিয়মে বিকাশ কর্তৃপক্ষ তা ফেরৎ প্রদান করবে মর্মে বিকাশ কর্তৃপক্ষ বোয়েসেলকে নিশ্চিত প্রদান করেছে।
আশা করি বোয়েসেলের উপরোক্ত নিয়মাবলী মেনে আপনারা যদি টাকা পেমেন্ট করেন তাহলে আপনাদের লটারি আবেদন সম্পন্ন করা হবে। আপনারা অবশ্যই জানেন যে গতকাল বিকাশ পেমেন্ট গেটওয়ে সমস্যা হওয়ার কারণে টাকা জমা ও উত্তোলন বন্ধ রয়েছে। আজ নতুনভাবে নোটিশ প্রদান করার মাধ্যমে সমাধান করা হয়েছে।