Ayatul Kursi In Bangla, English, Arabic – আয়াতুল কুরসী- Ayatul Kursi is the part of second Sura Al-Bakara’s 254-255 ayat of Holy Al-Quran. It is the most precious verse of Al Quaran and widely memorized in the Islamic world. In this part told about the mighty power of Allah over the world.
So it is very much important for all muslim people. As a muslim people you have to know this ayat and must memorized it on yourself.
The prophet Hazrat Muhammad (S:) told that those who read it after complete everyday five time salat. Only the gap is death between him and Jannat. That means if he dies he will go to Jannat immediately.
আয়াতুল কুরসী
On the very first of this ayat tell about that, without Allah there is no Illah exist in the universe.
Then describe Allah’s power in the world and tell us that he is always with us everywhere.
He is existing everywhere and also keeps others in here and control us.
Then tell that he never sleeps or it can not touch him.
That means in the whole universe he maintains but never feel tired. From the next part we know that, Allah is the owner of Sky and Ground and also other things which is existing in the environment. And never disbelieve it others.
Without his permission none can apply an application to him he does not give this power to others. Here also told that Allah know all things what is happening in our daily life.
Everything also can be all works which we are doing before birth and after died in our life.
Allah gives knowledge among everybody but how much he gives us also get that only.
On the next part tells about that his Aros and Kursi is as big as complete the universe. This big creation and sky to ground maintains is very easy for him. On the last part tells that Allah is only who can do everything in every moment.
Ayatul Kursi In Arabic
اَللهُ لآ إِلهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ، لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَّلاَ نَوْمٌ، لَهُ مَا فِى السَّمَاوَاتِ وَمَا فِى الْأَرْضِ، مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ، يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيْطُوْنَ بِشَيْئٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَآءَ، وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ، وَلاَ يَئُودُهُ حِفْظُهُمَا وَ هُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ-
বাংলা উচ্চারণ- আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম। লা তা’খুযুহু সিনাতুঁ ওয়ালা নাঊম। লাহূ মা ফিস্ সামা-ওয়াতি ওয়ামা ফিল আরদ্বি। মান যাল্লাযী ইয়াশফাউ’ ই’ন্দাহূ ইল্লা বিইজনিহি। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহিতূনা বিশাইয়্যিম্ মিন ‘ইলমিহি ইল্লা বিমা শা-আ’ ওয়াসিআ’ কুরসিইয়্যুহুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ওয়ালা ইয়াউ’দুহূ হিফযুহুমা ওয়া হুওয়াল ‘আলিইয়্যুল আ’জিম। (সূরা আল-বাক্বারা আয়াত-২৫৫)
Ayatul Kursi In Bangla
পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি :
আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। [২:২৫৫]
Ayatul Kursi In English Translation
In the name of Allah, the Beneficent, the Merciful.
“Allah! There is no god but He – the Living, the Self-subsisting, Eternal. No slumber can seize Him Nor Sleep. His are all things in the heavens and on earth. Who is there can intercede In His presence except as he permitted? He know eth what (apparat to His creatures as) before or after or Behind them. Nor shall they encompass Aught of his knowledge Except as He willeth. His throne doth extend over the heavens and on earth, and He feeleth No fatigue in guarding and preserving them, For He is the Most High. The Supreme (in glory).” [Al-Baqarah 02:255]
Ayatul Kursi Download
Do you want to download Ayatul Kursi? If yes then read this post carefully we have given some valuable method to download it directly from online.
Now it is very easy to download Ayatul Kursi from bd exam help website. We are here uploaded a youtube video which is very easy to download.
We are also uploaded its Arabic, Bangla and English version on this post. You can download it any time from here. And you can also copy it from our writing.
According to Hazrat Abu Huraira, that Rasullah S: said, that in Sura Al Bakara has a popular ayat. If you reading it on your house all devils will go out from that home. That is why please remembered it now if you do not know it.
Ayatul Kursi Bangla Download
Anybody can download this Ayatul kirsi in bangla version from here. Because we have uploaded its Bangla part also for Bangladeshi people.
Ayatul Kursi Audio
Are you looking for Ayatul Kursi mp3 audio version? If yes then please download it from here. Because it has been uploaded by this website on here.
We all know that an audio version is more popular than a Mp4 version. So we also know that peoples expectation about it. That is why we have uploaded it on here.
Ayatul Kursi Tilawat – আয়াতুল কুরসি পাঠের ফজিলত
- হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না।
- হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত পড়ে, তার জান্নাতে প্রবেশে কেবল মৃত্যুই অন্তরায় থাকে। যে ব্যক্তি এ আয়াতটি শোয়ার আগে পড়বে আল্লাহ তার ঘর, প্রতিবেশীর ঘর এবং আশপাশের সব ঘরে শান্তি বজায় রাখবেন।
- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উবাই বিন কাবকে জিজ্ঞেস করেছিলেন, তোমার কাছে কুরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তিনি বলেছিলেন, (আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্ হাইয়্যুল কাইয়্যুম) তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ হাত তার বুকে রেখে বলেন, আবুল মুনযির! এই ইলমের কারণে তোমাকে ধন্যবাদ- হজরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত।
- আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সুরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে, যে আয়াতটি পুরো কোরআনের নেতাস্বরূপ। তা পড়ে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায়। তা হলো ‘আয়াতুল কুরসি’।