৪৪তম বিসিএস প্রশ্ন সমাধান 2023 প্রকাশিত হয়েছে। আপনি কি 44 তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান খুজতেছেন? তাহলে আমাদের পোস্টে আপনাকে সাদরে আমন্ত্রণ। কেননা এখন আমরা ৪৪তম বিসিএস এর প্রিলি প্রশ্ন সঠিক সমাধান প্রকাশ করতে যাচ্ছি। আশা করি আমাদের পোস্টের মাধ্যমে আপনি আজকের প্রশ্নের সঠিক সমাধান পেয়ে যাবেন। সম্পূর্ণ সমাধান পাওয়ার জন্য সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য অনুরোধ করা হলো।
44 তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি অংশ আজ ২৭ মে 2022 তারিখে অনুষ্ঠিত হয়েছে। পূর্বের বছরের মতো এ বছরও সারা বাংলাদেশের পরীক্ষার সেন্টার নির্ধারণ করা হয়েছে। যথারীতি পরীক্ষাটি সকাল ১০টায় শুরু হয় দুপুর ১২টায় সম্পন্ন হয়েছে।
বিসিএস পরীক্ষার্থীদের জন্য প্রথম ধাপের পরীক্ষা হিসাবে প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হয়ে থাকে। এ পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকে। প্রতিবছর বিসিএস পরীক্ষার একটি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। আসুন ভিতরে আমরা এ পরীক্ষা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করি।
৪৪তম বিসিএস প্রশ্ন সমাধান 2023
এবছর সর্বোচ্চসংখ্যক 5 লক্ষ 70 হাজার শিক্ষার্থীর প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। আপনারা জানেন যে এর আগে 41 তম বিসিএস পরীক্ষায় সাড়ে চার লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। প্রতিবছর বিসিএস পরীক্ষার্থীদের সংখ্যা বাড়ছেই।
ইংরেজি গ্রামার অংশের সমাধান
1.What is the adjective form of the word ‘people’?
=populous
2.He contemplated marrying his cousin.’ Here ‘marrying ‘is an/a-
=gerund
3.The word ‘to genuflect’ means-
=to bend the knee
4.Fill in the blank: ‘She went to New Market…’
=on foot
5.Fill in the gap:Birds fly………..in the sky.
=at large
6.A speech full of too many words is –
=a verbose speech
7. Identify the correct synonym of the word ‘magnanimous’
=generous
8.It is high time we (act) on the matter.
= acted
9. Identify the correct sentence :
=The girl burst into tears.
10. The phrase ‘sine die’ means
=uncertain
11. Do you have any money……….you?
Fill in the gap with the appropriate preposition:
=on
12. A (herd) of cattle is passing’.The underlined word is an/a
=collective noun
13. What is the antonym for the word ‘deformation’?
=wholeness
14. Words inscribed on a tomb are an…
= epitaph
15. The phrase ‘dog days’ means –
=hot weather
20. Which gender is the word ‘orphan’?
=common
21. What is the noun form of the word ‘laugh’?
= laughter
22. Identify the word which is spelled incorrectly?
=ocassion
23. Change the voice: ‘Nobody trusts a traitor.’
=A traitor is not trusted by anybody
ইংরেজি সাহিত্য অংশ সমাধান
1)Moby Disk’, a novel, was written by……
=Herman Melville
2. If winter comes, can spring be far behind?” – Who wrote this?
P. B Shelley
3. O Henry was from –
=America
4. Where is the setting of the play ‘Hamlet’?
=Denmark
5.’No Second Troy’ is a-
=poem
6. What kind of play is ‘Julius Ceasar’?
=historical
8. Who is the author of ‘Jane Eyre’?
=Charlotte Brontë
10. Who is not an Irish writer?
= D.W Lawrence
11. Who wrote the play ‘ The Way of the World’?
=William Congreve
12.” Better to reign in Hell, than serve in Heav’n.” – Who wrote this?
=John Milton
13. Which of the following novels is not written by an English writer
= One hundred Years of Solitude
14. Who is the poet of the poem ‘ Ozymandias’?
B. Shelley
15. The most famous romantic poet of English literature is..
=William Wordsworth
16.Who is not the Modern poet?
=John Keats
17. Who is the author of the novel ” The God of Small Things”?
= Arundhati Roy
42 তম বিসিএস পরীক্ষার্থী শুধুমাত্র তাদের জন্য স্পেশাল বিসিএস হিসেবে নেয়া হয়েছিল। সেখানে কোন প্রকার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি প্রিলিমিনারি পরীক্ষার পর পর সরাসরি ভাইবা পরিক্ষা অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের তথ্য অনুযায়ী 44 তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্রশ্ন সমাধান আছে প্রকাশ করা হয়েছে। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমরা আমাদের পোস্টটি বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি। আশাকরি ধৈর্য সহকারে সম্পূর্ন পোস্টটি শেষ করে আপনি আপনার প্রশ্ন সমাধান কি নিয়ে যাবেন।
দৈনন্দিন বিজ্ঞান অংশের সমাধান
১। প্রাকৃতির গ্যাসের প্রধান উপাদান
= মিথেন
২। সালোক সংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা
= ৩-৬ %
৩। পানির অনু একটি
= প্যারা চুম্বক
৪। অক্সিজেনে নিউট্রন সংখ্যার প্রশ্ন
= ৯
৫। নিচের কোনটি ডিএনএ ভাইরাস ঘটিত
= স্মল পক্স
৭। প্রোটিন তৈরি হয়
= অ্যামিনো এসিড
৮। হৃদযন্ত্রের সংকোচনক বলা হয়
= সিস্টোল
৯। কোভিড-১৯ যে ধরনের ভাইরাস
=RNA
গাণিতিক যুক্তির সমাধান
১। 2Log2 + log2^5
= 15
২। x-2 / x-1 + 1/(x-1) -2 = 0 এর সমাধান সেট
={1}
3. A= {xeIN l 2<X≤8}
B= {xeIN l x বিজোড় সংখ্যা এবং x≤9} হলে A ∩ B=?
=3,5,7
৪। A এবং B দুটি ঘটনা যেন P(A)=1/2, P(AUB)=3/4 এবং P(B)^c=5/8 হলে P(A^c ∩ B^c)=?
=1/4
৫। বাস্তব সংখ্যায় অসমতাটির সমাধান
=8/3<x<∞
৬। একজন গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে , সাত ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং বারো জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায় ; তাহলে গরুর সংখ্যা কত ?
= 252
৭। 5x-x^2-6=0 হলে নিচের কোনটি সঠিক ?
= 2<x<3
৮। 4^x +4^(1-x) =4 হলেx = ?
=1/2
৯। ¼-1/6+1/9-2/7+ …. ধারাটির অসীম পদের সমষ্টি কত ??
= 3/20
১০। একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান । কোনটির মান কত?
= 60
১১। ২০% যৌগিক মুনাফায় মূলধন ১০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্থ বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত?
=11^4
১২। হলে এর মান কত?
=52
১৩। একটি নৌকা পানির লেভেলে দড়ি দ্বারা েএকটি ডকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডক থেকে ১২ ফুট দূর থাকে, তখন নৌকা থেকৈ ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে ৩ ফুট লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা কত?
= ৫ফুট
১৪। ০ কেন্দ্রবিশিষ্ট বৃত্তের এর মান কত?
= 126
১৫। একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা ৩০০ হয়, তাহলে ঐ অনু্ষ্ঠানে কতজন লোক উপস্থিত ছিল ?
= 25
ব্যাকরণ অংশের সমাধান
১। কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত
= হিত্তিক ও তুখারিক
২। রুখের তেন্ত্তুলি কুমীরে খাই- এর অর্থ কী ?
= গাছের তেঁতুল কুমিরের খাবার, (চর্যাপদের পদকর্তা কুক্কুরীপার পদ)
৩। আসমান কোন ভাষা থেকে এসেছে ?
= ফারসি
৪। নিম্ন বিবৃত স্বরধ্বনি এর অর্থ কী ?
= আ
৫। বড়>বড্ড এটি কোন ধরনের পরিবর্তন
= ব্যঞ্জনদ্বিত
৬। সপ্তকাণ্ড রামায়ন বাগধারাটির অর্থ
= বৃহৎ বিষয়
৭। ডেকে ডেকে হয়রান হয়েছি। – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে ?
= পৌন:পুনিকতা
৮। ভুল বানান কোনটি ?
=ভূবন
৯। যিনি বিদ্বান , তিনি সর্বত্র আদরনীয় । – এটি কোন ধরনের বাক্য ?
= জটিল বাক্য
১০। চিকিৎসা শাস্ত্র কোন সমাস
= কর্মধারয় ( চিকিৎসাশাস্ত্র= চিকিৎসা বিষয়ক শাস্ত্র = মধ্যপদলোপী কর্মধারয়)
১১। কোনটি নামধাতুর উদাহরণ
= বেতা
১২। গড্ডলিকা প্রবাহ বাগধারার গড্ডল শব্দের অর্থ
= ভেড়া
১৩। তাতে সমাজজীবন চলে । – এ বাক্যটির অস্তিবাচক
= তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
১৪। বাগযন্ত্রের অংশ কোনটি ?
= সবগুলো
১৫। রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিল ?
= সম্প্রদান
১৬। জিজীবিষা – শব্দটির অর্থ
= বেঁচে থাকার ইচ্ছা
৪৪তম বিসিএস বিস্তারিত তথ্য
পরিক্ষা: ৪৪তম BCS 2023
আয়োজনে: বাংলাদেশ কর্ম কমিশন
প্রশ্ন সংখ্যা: ২০০টি
নম্বর: ২০০
সময়: ২ ঘন্টা
পাসের নম্বর: ৮০
পরিক্ষার বিষয়: বাংলা, ইংরেজী, গনিত, সাধারন জ্ঞান, মানসিক দক্ষতা
বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান ডাউনলোড করার নিয়ম
প্রিয় পরীক্ষার্থী আমরা এখন আলোচনা করতে যাচ্ছি কিভাবে আপনি 44 তম বিসিএস পরীক্ষার প্রশ্ন একটি সমাধান সহ ডাউনলোড করতে পারেন। আপনারা জানেন যে কেবলমাত্র এই প্রশ্নটি সমাধানটি bdexamhelp.com ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই ওয়েবসাইট থেকে আপনি সমাধান টি খুব সহজে ডাউনলোড করতে পারেন এজন্য নিচের নির্দেশনাগুলো ফলো করুন।
প্রথমেই আপনি একটি স্মার্টফোন অথবা আপনার প্রয়োজন হবে
আপনার ডিভাইসে ইন্টার্নেট কানেকশন দিয়ে নিন
এবার ইন্টারনেট ব্রাউজার টি ওপেন করে bdexamhelp.com এই লিংকটি ওপেন করুন
এবার শুরুতে দেখুন বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সমাধানের একটি পোষ্ট দেখা যাচ্ছে
এই পোস্টে ঢুকে সরাসরি আপনি 44 তম বিসিএস এর প্রিলিমিনারি প্রশ্ন সমাধান কি দেখতে পারেন
Click Here For Download 44th BCS Question Solution 2022