Railway Khalasi Post Sample Question 2024 রেলওয়ের খালাসী পদের নমুনা প্রশ্ন ধরণ

November 25, 2024, Bangladesh Railway Revenue Sector Khalasi (Grade-20) Recruitment Exam (1086 Vacant Posts). Many candidates do not have a clear idea about the question type and procedure of this post-exam.

Topical Sample Questions and Answers with Important Questions Analyzing Past Exam Questions:

Railway Clearance Test Procedure:

The recruitment examination for the post of Khalasi of Bangladesh Railway will be conducted in two stages. The first MCQ exam will be 70 marks. The time allotted is 60 minutes. The minimum pass mark in the exam is 50%, ie at least 35 marks. 0.5 will be deducted for each wrong answer.

Bengali-20, English-20, Mathematics-15, General Knowledge-15 marks. Each question number is 01

Qualified candidates will have to face an oral test of 30 marks. Subject-wise questions are as follows: Only questions and answers are given here. Multiple Choice (MCQ) option not provided. The examination will be in MCQ mode.

 

খালাসী পদের প্রশ্ন উত্তর

বাংলা :

১। ‘অভিরাম’ শব্দের অর্থ কী?

উত্তর: বালিশ

২। ‘শিরে সংক্রান্তি’ বাগধারার অর্থ কী?

উত্তর: আসন্ন বিপদ

৩। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ’মতিচূর’ কোন ধরনের গ্রন্থ? উত্তর: প্রবন্ধ

৪। ’আমার ঘরের চাবি পরের হাতে’—গানটির রচয়িতা কে?

উত্তর: লালন শাহ

৫। কাজী নজরুল ইসলামের ’অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?

উত্তর: প্রলয়োল্লাস

৬। বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা কে? উত্তর: কায়কোবাদ

৭। ফররুখ আহমদ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর: যশোরের মাঝাআইল গ্রামে

৮। ‘পাঞ্জেরি’ কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তর: মাত্রাবৃত্ত

৯। ‘পদ্মরাগ’ কী ধরনের রচনা? উত্তর: উপন্যাস

১০। বেগম রোকেয়ার প্রকাশিত প্রথম গ্রন্থ কী? উত্তর: পিপাসা মহরম

১১। ‘কবর’ নাটক যদি মুনীর চৌধুরী লিখে থাকেন, তাহলে ‘কবর’ কবিতা কে লিখেছেন? উত্তর: জসীমউদ্দীন

১২। ‘বেদের মেয়ে’ কী ধরনের রচনা?

উত্তর: নাটক

১৩। ‘ঢাকা থেকে প্রকাশিত’ প্রথম গ্রন্থের রচয়িতা কে? উত্তর: দীনবন্ধু মিত্র

১৪। ‘Uncle Tom’s Cabin’-এর সঙ্গে তুলনা করা হয় কোন নাটককে?

উত্তর: ‘নীল দর্পণ’

১৫। কোন বাক্যটির শুদ্ধ প্রয়োগ হয়েছে? (অন্যায়ের ফল অনিবার্য/অন্যায়ের ফল দুর্নিবার্য/অন্যায়ের ফল ভয়াবহ/এ সংবাদে সন্তোষ হলাম)।

উত্তর: অন্যায়ের ফল অনিবার্য

১৬। কোন বাক্যটি শুদ্ধ? (দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা/দরিদ্র বাংলাদেশের প্রধান সমস্যা/দরিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা/দরিদ্রতা বাংলাদেশের আসল সমস্যা)

উত্তর: দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা

১৭। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? (জবাবদিহি/মিথস্ক্রিয়া/একত্রিত/গৌরবিত)

উত্তর: একত্রিত

১৮। ’লম্ফ প্রদান করিল’-এর চলিত রূপ কী? উত্তর: লাফ দিল

১৯। ভাষার মূল উপকরণ কী? উত্তর: বাক্য

২০। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? উত্তর: রাজা রামমোহন রায়।

গণিত :

২১। x3+3x+36 এর উৎপাদক কত?

উত্তর: x+3

২২। 45×2-125x3a4 এর উৎপাদক কত?

উত্তর: 5×3(3×2+5a2)(3×2-5a2)

২৩। ৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে-আসলে ৫৫৮ টাকা হবে?

উত্তর: ৪ বছরে

২৪। যদি 2×3=812, 4×5=1620 হয় তবে 6×7=? উত্তর : 2428

২৫। p-q=5, pq=3 হলে, p3-q3 এর মান নির্ণয় করো। উত্তর : 170

২৬। a=-3, b=2 হলে , 8a3+36a2b+54ab2+27b3 এর মান নির্ণয় করো। উত্তর: 0

২৭। a+b=13 এবং a-b=3 হলে, 2a2+2b2 x ধন এর মান নির্ণয় করো। উত্তর: 178,40

২৮। (5x+13)(5x-13) দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো।

উত্তর: (5x)2-(13)2

২৯| x-y=3 এবং xy=10 হলে, (x+y) এর মান নির্ণয় করো। উত্তর: 7

৩০। এক বাক্স আঙুর ২৭৫০ টাকায় বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হলো। ওই আঙুর ৩৬০০ টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হতো? উত্তর: লাভ ৪০০ টাকা

৩১। একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত? উত্তর: ৩০০০ টাকা

৩২। ২৫ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, সেই মূল্যে ২০ মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?উত্তর: লাভ ২৫%

৩৩। ক, খ ও গ একজাতীয় রাশি এবং ক:খ=৩:৪, খ:গ=৬:৭ হলে, ক:খ:গ =কত? উত্তর: ৯:১২:১৪

৩৪। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? উত্তর: ২১%

৩৫। দুটি সংখ্যার অনুপাত ৫:৭ এবং এদের গ.সা.গু ৪ হলে, সংখ্যা দুটির ল.সা.গু কত? উত্তর : ১৪০

৩৬। একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগের ও পরের ফলনের অনুপাত ৪:৭। ওই মাঠে যে জমিতে আগে ৩০৪ কুইন্টাল ধান ফলত, সেচ পাওয়ার পরে তার ফলন কত হবে? উত্তর: ৫৩২ কুইন্টাল

৩৭। দুটি সংখ্যার অনুপাত ২:৩ এবং গ.সা.গু ৪ হলে বৃহত্তর সংখ্যাটি কত? উত্তর : ১২৩৮। একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান।
৩৮. কোনটির মান কত? উত্তর : ৩০০

৩৯। আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোনো পরিবর্তন হবে না? (OPT/NOON/OTTO) উত্তর: OTTO

৪০। ক:খ=৪:৭, খ:গ=১০:৭ হলে, ক:খ:গ নির্ণয় করো। উত্তর: ৪০:৭০:৪৯

ইংরেজি :

৪১| A Passage to India’ is written by-. Ans : E. M Forster

৪২| The Phrase ‘nouveau riche’ means -. Ans : New rich

৪৩| Man is a political animal- who said this? Ans : Aristotle

৪৪| Teacher said, ‘The earth—round the sun’. (moves/moved/has moved/will be moving) Ans : moves

৪৫। When metal becomes hot, it (expanding/expanded/expands) উত্তর : expands

৪৬| What—at ten o’clock when I phoned? (did you do/you were doing/were you doing/did you do) উত্তর : were you doing

৪৭| Anne: ‘must I do the shopping?’ (make it direct) উত্তর: Anne asked if she had to do the shopping.

৪৮| Loud—the cries of the victim. (was/were/raised/rang) উত্তর : were

৪৯| The headmaster—to speak to you. (wants/is wanting/was wanting/has wanting) উত্তর: wants

৫০| His mathematics—weak. (is/are/have/none) উত্তর: are

৫১| ‘I have a cat’ Make it passive. উত্তর: A cat is had by me.

৫২| Change the voice : His conduct annoyed me. উত্তর: I was annoyed at his conduct.

৫৩| The passive voice of ‘Panic seized me’ is— উত্তর: I was seized with panic

৫৪| Could you please help me? Here ‘Could’ is used as- (present tesne/Present continuous tense/past tense/past continuous tense) উত্তর: past tense

৫৫| Find out the tense of the following sentence : Let it be done. (present indefinite/past indefinite/present perfect/past perfect) উত্তর : Present indefinite.

৫৬| when you encounter a new culture, many embarrassing situation occurs — a misunderstanding. (for/because/because of/of/to) উত্তর : because of

৫৭। — his convincing argument, the project was not approved. (Although/However/Despite/Inspite) উত্তর: Despite

৫৮| – I didn’t understand everything, I enjoyed the lecture. (Even/In Spite/Although/As) উত্তর: Although

৫৯| The—-chapter of the book are more interesting and informative. (last/later/latter/late) উত্তর : latter

৬০| This book is so exciting, I can hardly wait to get to the—- chapter. (last/lastest/new/youngest) উত্তর: last

 

সাধারণ জ্ঞান :

 

৬১। কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই-অক্সাইড বাতাসে আসে? উত্তর: ডিজেল

৬২। ১ কিলোবাইট সমান কত বাইট?

উত্তর: ১০২৪ বাইট

৬৩। প্রান্তিক হৃদ কোন জেলায় অবস্থিত?

উত্তর: বান্দরবান

৬৪। অলিভ টারটল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? উত্তর: সেন্টমার্টিন

৬৫। মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? উত্তর: ৩টি

৬৬। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে সর্বপ্রথম ডাবল সেঞ্চুরি করেন?

উত্তর: মুশফিক

৬৭। কনসার্ট ফর বাংলাদেশ-এর প্রধান শিল্পী কে? উত্তর: জর্জ হ্যারিসন

৬৮। ’চরমপত্র’ খ্যাত ব্যক্তিত্ব কে?

উত্তর: এম আর আখতার মুকুল

৬৯। আমেরিকার কোন প্রেসিডেন্টের সময় ভিয়েতনাম যুদ্ধ সমাপ্ত হয়?

উত্তর: রিচার্ড নিক্সন

৭০। ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? উত্তর: দক্ষিণ-পূর্ব এশিয়া।