এসএসসি পদার্থবিজ্ঞান ৩য় সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান, লেখকাগজে (সময়-দূরত্ব) লেখ অঙ্কণ পূর্বক বিভিন্ন অবস্থানের জন্য বেগ নির্ণয় কর।
নিচের চিত্রে লেখ কাগজে (সময়-দূরত্ব) লেখ অঙ্কন পূর্বক বিভিন্ন অবস্থানের জন্য বেগ নির্ণয় করা হইলো:
উপরোক্ত ছকের তথ্যগুলোকে ছক কাগজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এক ঘর সমান চার একক ধরে স্থাপন করি।
“O” অবস্থানের বেগ, V1 =S/t
= 0/0
=0 ms-1
“A” অবস্থানের বেগ, V2 =S/t
=1/1
= 1 ms-1
“B” অবস্থানের বেগ, V3 =S/t
=6.25/2.5
= 2.5 ms-1
“C” অবস্থানের বেগ, V4 =S/t
=9/3
= 3 ms-1
“D” অবস্থানের বেগ, V5 =S/t
=20.25/4.5
= 4.5 ms-1
“E” অবস্থানের বেগ, V6 = S/t
=25/5
= 5 ms-1
“F” অবস্থানের বেগ, V7 =S/t
= 36/6
=6 ms-1
“G” অবস্থানের বেগ, V8 =S/t
= 56.25/7.5
=7.5 ms-1
খ) ‘ক’ এর লেখ হতে প্রাপ্ত বেগের বিভিন্ন মানগুলাে ব্যাবহার করে সময়- বেগ লেখ অঙ্কন কর। লেখের বিভিন্ন বিন্দুতে ‘ঢাল’ নির্ণয় করে এতদসংক্রান্ত মতামত দাও।
উপরোক্ত ছকের তথ্যগুলোকে ছক কাগজ এর ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এক ঘর সমান দুই একক ধরে স্থাপন করি।
সময়-বেগ এর লেখের সাহায্যে O, A, B, C, D, E, F এবং G বিন্দুতে ঢাল বা ত্বরণ নির্ণয় করতে হবে-
O বিন্দুতে ঢাল বা ত্বরণ, a = 0 ms-2
A বিন্দুতে ঢাল বা ত্বরণ, a1 = (1-1)/1
= 1 ms-2
B বিন্দুতে ঢাল বা ত্বরণ, a2 = (2.5-1)/(2.5-1)
= 1 ms-2
C বিন্দুতে ঢাল বা ত্বরণ, a3 = (3-2.5)/(3-2.5)
= 1 ms-2
D বিন্দুতে ঢাল বা ত্বরণ, a4 = (4.5-3)/(4.5-3)
= 1 ms-2
E বিন্দুতে ঢাল বা ত্বরণ, a5 = (6-5)/ (6-5)
= 1 ms-2
F বিন্দুতে ঢাল বা ত্বরণ, a6 = (7.5-6)/(7.5-6)
= 1 ms-2
G বিন্দুতে ঢাল বা ত্বরণ, a7 = (7.5-0)/(7.5-0)
= 1 ms-2
সুতরাং প্রাপ্ত লেখচিত্র টি ১ সেকেন্ড পর সুষম ত্বরণ নির্দেশ করে। এজন্য প্রাপ্ত ঢালের মান সর্বদাই 1 ms-2। এ সরলরেখার যেকোন অংশের ঢাল (যা ত্বরণ নির্দেশ করে) নির্ণয় করা হোক না কেন, তা ধ্রুবমান (1 ms-2) নির্দেশ করে।
গ) ‘খ’ থেকে প্রাপ্ত ত্বরণের মানগুলাে ব্যবহার করে লেখ অঙ্কণ কর। ‘ক’, ‘খ’ ও ‘গ’ তে প্রাপ্ত লেখ তিনটি একই রকম কি- না যাচাই কর।
This question answer is given an other source. You also can click on the title to get the solution.