[Published] এইচ এস সি রেজাল্ট ২০২৩ মার্কশিট ডাউনলোড লিংক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই সকল শিক্ষা বোর্ডের এইচ এস সি পরীক্ষার রেজাল্ট ২০২৩ ঘোষণা করেছেন। এ বছর এইচএসসি সমমান পরীক্ষায় ১৩ লক্ষ ৫০ হাজার ৩৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন, যেটি গতবারের তুলনায় ১ লাখ ৯৪ হাজার ২৯৪ জন বেশি।। সকল বোর্ড মিলে গড় গড় পাসের হার ৯৫ দশমিক ৯৫ শতাংশ, যা গতবারের চেয়ে ৯ দশমিক ৩১ শতাংশ বেশি অর্থাৎ গত বছর পাসের হার ৮৫ দশমিক ২৬ শতাংশ। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় এ ফল প্রকাশ করা হয়।

দেখুন এইচএসসি রেজাল্ট ২০২৩

২০২২ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। এবার ১ লাখ ১২ হাজার ২৮২ জন জিপিএ-৫ পেয়েছেন। গত বছর এর সংখ্যা ছিল ১ লাখ ৭৬ হাজার ১৬৯। সকল শিক্ষা বোর্ডের মার্কশিট সহ ফলাফল ডাউনলোড প্রক্রিয়া ইতিমধ্যে অনলাইনে শুরু হয়েছে। যে কোন শিক্ষার্থী তার ফলাফল খুব দ্রুত সময়ের মধ্যে অফিশিয়াল ওয়েবসাইট এক্সেস করে রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করতে পারবে।

এইচএসসি ফলাফল ২০২৩

২০২৩ সালে ২৬ শে নভেম্বর তারিখে প্রকাশিত ফলাফল অনুযায়ী বাংলাদেশের ১১ টি শিক্ষা বোর্ডের গড় পাশের হার নিচে তুলে ধরা হলো:

বোর্ডের নাম পাশের হার
ঢাকা শিক্ষা বোর্ড ৯২ দশমিক ৮৩ শতাংশ
রাজশাহী বোর্ড ৯১ দশমিক ৬০ শতাংশ
দিনাজপুর শিক্ষা বোর্ড ৮৯ দশমিক ০৮ শতাংশ
কুমিল্লা শিক্ষা বোর্ড ৯০ দশমিক ৭২ শতাংশ
চট্টগ্রাম বোর্ড ৮৫ দশমিক ৫০ শতাংশ
সিলেট বোর্ড ৮৭ দশমিক ৪০ শতাংশ
ময়মনসিংহ বোর্ড ৯১ দশমিক ৩২ শতাংশ
বরিশাল শিক্ষা বোর্ড ৯০ দশমিক ৯৫ শতাংশ
যশোর শিক্ষা বোর্ড ৯৩ দশমিক ৯৫ শতাংশ
মাদ্রাসা বোর্ড ৯২ দশমিক ৫৬ শতাংশ
কারিগরি শিক্ষা বোর্ড ৯৪ দশমিক ৪১ শতাংশ

এইচএসসি রেজাল্ট ডাউনলোড নিয়ম

  1. প্রথমেই http://www.educationboardresults.gov.bd/ লিংক ক্লিক করুন
  2. এবার “Result” ক্যাটাগরি ওপেন করুন
  3. Examination” এর জায়গায় “HSC/Alim” নির্ধারণ করুন
  4. পরের ঘরে “Year” এর স্থানে “2023 সিলেট করবেন
  5. Board” এখানে “Jessore” নাম সিলেক্ট করুন
  6. Roll & Reg: No” এডমিট কার্ড দেখে সঠিকভাবে লিখুন
  7. 1 + 1” যোগ ফল পাশের ঘরে লিখুন
  8. Submit” বাটনটিতে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন

HSC সকল বোর্ড রেজাল্ট চেক অফিসিয়াল ওয়েবসাইট

এখানে আপনার বিস্তারিত তথ্য প্রবেশ করে এখনই রেজাল্ট দেখে নিন

 
         
  Examination :  
  Year :  
  Board :  
  Roll :  
  Reg: No :  
  2 + 1 =  
         
       

এইচএসসি রেজাল্ট Mobile SMS এর মাধ্যমে দেখার নিয়ম

মোবাইলের এসএমএস অপশনে গিয়ে লিখুন HSC একটি স্পেস দিন JES লিখে স্পেস দিন “Roll Number” স্পেস 2023

উদাহরণ: HSC JES 123456 2023 পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে

এখানে দেওয়ার নিয়মটি অনুসরণ করে আপনারা যে কোন বোর্ড থেকে ফলাফল দেখতে পারবেন। তবে শুধুমাত্র “JES” এর স্থলে আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর লিখবেন। “123456” এর স্থানে আপনার নিজের পরীক্ষার রোল নাম্বারটি লিখুন। অবশ্যই মনে রাখার বিষয়ে এই যে প্রতিটি এসএমএস এর চার্জ হিসেবে ২ টাকা ৭৫ পয়সা কর্তন করা হবে। এসএমএস পাঠানোর ঠিক ২ ঘণ্টার মধ্যে ফলাফল ফিরতি এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

এইচএসসি পরীক্ষার মার্ক শীট সহ রেজাল্ট লিংক

HSC রেজাল্ট EIIN নাম্বার দিয়ে দেখার সিস্টেম

শুধুমাত্র কলেজ ভিত্তিক রেজাল্ট যারা চেক করতে আগ্রহী তারা EIIN নাম্বার ইনপুট করে ফলাফল চেক করতে পারবে। অবশ্যই যে কোন ব্যক্তি একটি কলেজের GPA ফলাফল পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করতে পারবেন।

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

মোবাইল SMS অপশনে গিয়ে টাইপ করুন RSC > “3 Latter of Board Name” > ROLL > Subject Code পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে

উপরের নিয়মে আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করতে আগ্রহী থাকেন তাহলে প্রতি পত্রের জন্য আপনাকে ১৫০ টাকা ফি প্রদান করতে হবে। অবশ্যই এসএমএস পাঠানোর জন্য টেলিটক সিম নাম্বার প্রয়োজন হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি যে কোন টেলিটক নাম্বার থেকে করা যাবে। অবশ্যই ওই নাম্বারে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখতে হবে। মনে রাখবেন প্রতি এস এম এস এর জন্য 5 টাকা হারে চার্জ কর্তন করা হবে।

২০২৩ সালে HSC সকল বোর্ডের জিপিএ-5 সংখ্যা

এবছরের ফলাফলে দেখা গেছে, ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২২ হাজার ৪২১ জন, রাজশাহীতে -১৫ হাজার ৮৫৫ জন, কুমিল্লায় ৯ হাজার ৯৯১ জন, যশোরে ১১ হাজার ৭০৩ জন, চট্টগ্রামে ৭ হাজার ৬৭০ জন, বরিশালে ৫ হাজার ৩৮৬ জন, সিলেটে ২ হাজার ৮৭১ জন, দিনাজপুরে ৬ হাজার ৮৩০ জন ও ময়মনসিংহে ৩ হাজার ২৮ জন। আর মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৮ হাজার ৪২৩ জন ও কারিগরি শিক্ষাবোর্ডে পেয়েছেন ৫ হাজার ১০৪ জন।