News

এবার একটি নদীর প্রস্থ হিসেবে P এর মান কে বিবেচনা করো। ধরো, Q সেই নদীর স্রোতের বেগ ও R নৌকার বেগ নির্দেশ করছে এবং তুমি সেই নৌকায় বসে আছো। এখন সবচেয়ে কম সময়ে নদী পার হতে তুমি কি ব্যবস্থা করবে? গাণিতিকভাবে দেখাও। (নৌকাটি এর চেয়ে জোরে চালানো সম্ভব নয়)

যে সকল ছাত্র ছাত্রীরা 2021 সালের এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে বিজ্ঞান বিভাগ এর তারা এই প্রশ্নটি সমাধান করে প্রথম সপ্তাহের সমাধানের সাথে রাখবে। এখন পদার্থবিজ্ঞান প্রথম সপ্তাহের উপরোক্ত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো।

এ প্রশ্নটি সমাধান করার আগে বলতে চাইছে যদি তোমরা পদার্থবিজ্ঞান প্রথম সপ্তাহের কোন প্রশ্নের সমাধান করে না থাকো তাহলে আমাদের ওয়েবসাইটে দেখে নাও এখানে আমরা প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি।

বিজ্ঞানের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান করা অতীব জরুরী। কেননা দ্বিতীয় সপ্তাহের জন্য আরেকটি অ্যাসাইনমেন্টের কাজের আপনাদের জন্য অধীর আগ্রহে বসে আছে। এ প্রশ্নের সমাধান শেষে দ্বিতীয় সপ্তাহের জন্য প্রশ্নের সমাধান করতে হবে।

এবার একটি নদীর প্রস্থ হিসেবে p এর মান কে বিবেচনা করো। ধরো, Q সেই নদীর স্রোতের বেগ ও R নৌকার বেগ নির্দেশ করছে এবং তুমি সে নৌকায় বসে আছো। এখন সবচেয়ে কম সময়ে নদী পার হতে তুমি কি ব্যবস্থা করবে? গাণিতিকভাবে দেখাও।

ঠিক আছে তোমরা যদি এ প্রশ্নটি সমাধান পেতে চাও তাহলে আমাদের এসাইনমেন্ট ক্যাটাগরিতে ঘুরে আসতে পারো সেখানে আমরা এই প্রশ্নের সমাধান দিয়ে রেখেছি পদার্থবিজ্ঞান প্রথম সপ্তাহের জন্য যে প্রশ্ন করা হয়েছিল সেখানে এই প্রশ্নটির উত্তর দেওয়া আছে।

Top Stories

অথবা তোমরা চাইলে আমাদের এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য দিক-নির্দেশনা গুলো ভালভাবে খেয়াল করবে। আশা করছি আমাদের নির্দেশনা অনুযায়ী কাজ করলে প্রতিটি প্রশ্নের উত্তর এখান থেকে নিতে পারবে।

পরিশেষে এটাই বলতে চাই যে যদি তোমাদের গোষ্ঠী ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো ও বাকি সকলকে জানার সুযোগ করে দাও। সকল প্রকার ভুল ত্রুটি ক্ষমার যোগ্য দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করা হল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *