যুক্তির উপাদান হিসেবে ব্যক্তার্থ ও জাত্যর্থের তুলনামূলক বিশ্লেষণপূর্বক একটি বাস্তব উদাহরণ দাও

আজকে আমরা এইচএসসি ২০২২ সালের যুক্তিবিদ্যা বিষয়ের চতুর্থ সপ্তাহের এসাইনমেন্ট “যুক্তির উপাদান হিসেবে ব্যক্তার্থ ও জাত্যর্থের তুলনামূলক বিশ্লেষণপূর্বক একটি বাস্তব উদাহরণ দাও” এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো। তাহলে চলুন শুরু করাযাক এইচএসসি যুক্তিবিদ্যা ৪র্থ সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্নের উত্তরসমূহ।

[adToAppearHere]

এইচএসসি ৩য় সপ্তাহের এসাইনমেন্ট কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আজকে আমরা চলমান সপ্তাহের উত্তর করবো। আশাকরি সম্পুর্ন্ন পোস্টি মনোযোগ দিয়ে পড়বেন। 

যুক্তির উপাদান হিসেবে ব্যক্তার্থ ও জাত্যর্থের তুলনামূলক বিশ্লেষণপূর্বক একটি বাস্তব উদাহরণ দাও

[adToAppearHere]

এই প্রশ্নটি এইচএসসি যুক্তিবিদ্যা প্রথম পত্র বই এর তৃতীয় অধ্যায় থেকে নেওয়া।

উত্তর: 

[adToAppearHere]

যুক্তিবিদ্যায় ব্যবহৃত অধিকাংশ পদের মধ্যে দুটি ভিন্ন দিকের নির্দেশ পাওয়া যায়। একটি হলো পদের সংখ্যার দিক এবং অপরটি হলো তার গুণের দিক। যুক্তিবিদ্যার ভাষায় পদের সংখ্যার দিককে বলা হয় ব্যক্ত্যর্থ আর গুণের দিককে বলা হয় জাত্যর্থ। অধিকাংশ যুক্তিবিদদের মতে ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ মধ্যে হ্রাস-বৃদ্ধির সম্পর্ক বিপরীতমুখী।

[adToAppearHere]

ভাষায় প্রকাশিত একটি যুক্তির বিভিন্ন অংশকে যুক্তির উপাদান বলে।

একটি যুক্তির বিভিন্ন উপাদান থাকে।উপাদানগুলো হলো পদ (term), শব্দ (word), বাক্য (proposition) , উদ্দেশ্য (subject) , বিধেয় (predicate ) , সংযোজক(copula ) , প্রধান পদ (major term ), অপ্রধান পদ ( minor term ), মধ্যপদ ( middle term ), আশ্রাবাক্য ( premise ), প্রধান আ বাক্য ( imajor premise ), অপ্রধান আশ্রয়বাক্য ( minor premise), সিদ্ধান্ত ( conclusion ) , অবধারণ, ব্যক্তর্থ, জাত্যর্থ , পদের ব্যাপ্তি ও নিয়ম ইত্যাদি বিষয় যুক্তি উপাদান।

ব্যক্তর্থ:

ব্যক্তর্থ এর ইংরেজি প্রতিশব্দ Denotation, যে পদ একই অর্থে কোনো বিষয়ের উপর আরোপিত হয় সেই বিষয়কে পদের ব্যক্তৰ্থ বলে। যেমন, মানুষ । এখানে ‘মানুষ’ বলতে পৃথিবীর অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব মানুষকে বুঝায়।

[adToAppearHere]

উদাহরণস্বরূপঃ ‘মানুষ’ পদটির ব্যক্ত্যর্থ হচ্ছে ‘সকল মানুষ’। উদাহরণ বিশ্লেষণঃ মানুষ পদের ব্যক্ত্যর্থ হচ্ছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সেই সমস্ত জীব যারা মানুষ নামে পরিচিত। সুতরাং মানুষ পদের ব্যক্ত্যর্থ হলো ‘সকল মানুষ’।

জাত্যর্থ:

জাত্যর্থ এর ইংরেজি প্রতিশব্দ Denotation, যে পদ দ্বারা কোনো বিষয়ের সাধারণ ও আবশ্যকীয় গুণাবলি বুঝায় সেই সাধারণ ও আবশ্যকীয় গুণাবলিকে পদের জাত্যর্থ বলে । যেমন, ‘মানুষ’ পদের জাত্যর্থ জীববৃত্তি ও বিবেকবৃত্তি । এগুলাে পদে গুণের দিক।

[adToAppearHere]

উদাহরণস্বরূপঃ মানুষ পদের জাত্যর্থ হচ্ছে ‘জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি’। উদাহরণ বিশ্লেষণঃ মানুষ পদের জাত্যর্থ হলো জীববুত্তি ও বুদ্ধিবৃত্তি।
কারণ, জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি হলো মানুষ জাতির সাধারণ ও আবশ্যিক গুণ। উপরের আলোচনায় একথা বলা যায় যে, একটি পদের ব্যক্ত্যর্থ দ্বারা কোন ব্যক্তি বা বস্তুসমূহ নির্দেশ করা হয় এবং জাত্যর্থ দ্বারা কোন গুণ বা গুণসমূহ প্রকাশ করা হয়।পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীত

ব্যক্তার্থ ও জাত্যর্থের তুলনামূলক বিশ্লেষণ

[adToAppearHere]

ব্যক্তর্থ ও জাত্যর্থ এর হ্রাস-বৃদ্ধির নিয়ম হলোঃ

১. যদি কোনো পদের ব্যক্তৰ্থ বাড়ে, তাহলে জাত্যর্থ কমে।

২. যদি কোনো পদের ব্যক্তৰ্থ কমে , তাহলে জাত্যর্থ বাড়ে।

৩. যদি কোনো পদের জাত্যর্থ বাড়ে , তাহলে ব্যক্তর্থ কমে।

৪. যদি কোনো পদের জাত্যর্থ কমে , তাহলে ব্যক্তর্থ বাড়ে।

[adToAppearHere]