পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আওতায় আগামী একুশে জানুয়ারি অনুষ্ঠিত ১৫৬২ পদের এডমিট কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি কি আগামী পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন যেটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় বিভিন্ন পদে অনুষ্ঠিত হতে যাচ্ছে? যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনার এডমিট কার্ড আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন।
পরিবার পরিকল্পনা বিভিন্ন পদে আগামী ২১ তারিখে যে সকল পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের তালিকা নিচে দেওয়া হল। নিম্নোক্ত তালিকাধারি প্রার্থীরা কেবলমাত্র এডমিট কার্ড ডাউনলোডের সুযোগ পাবে। আপনি যদি এই তালিকা অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে আপনার এডমিট কার্ড খুব দ্রুত সময়ের মধ্যে ডাউনলোড করে নিন। আশা করি সর্বোচ্চ পর্যায়ের সুবিধা নিয়ে আপনি আপনার খুব দ্রুত সময়ের মধ্যে ডাউনলোড প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
পরিচ্ছন্নতা কর্মী=৫২৯৯ জন, কুক হেলপার=২৪২ জন, নিরাপত্তা প্রহরী=২২৪৫ জন, এমএলএসএস/ নিরাপত্তা প্রহরী=২৫৯৫৩ জন, রেকর্ড কিপার=৪১২ জন, স্টেরিলাইজার কাম মেকানিক=৩২০ জন, টিকেট ক্লার্ক=৪৮৬৬ জন, লিনেন কিপার=৫৯৪ জন।
http://dgfp.teletalk.com.bd/dgfp1/admitcart.php
ওয়ার্ড মাস্টার=১৮১১ জন, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর=৯১৯ জন, ক্যাশিয়ার=৬১৭৬ জন, স্টোর কিপার=১৩১৪১ জন, পরিসংখ্যান সহকারী=২০৮৬ জন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর=৮২৪৮ জন, গবেষণা সহকারী=১৩০১ জন, উচ্চমান সহকারী=৩৭৬১ জন।
হিসাবরক্ষক=৪৫৫৬ জন, প্রধান সহকারী=৭৪৩ জন, ফিল্ড ট্রেইনার=৪৬৫ জন, কম্পিউটার অপারেটর=৪৮০ জন, সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর =১৩৫০ জন, হেলথ এডুকেটর=৭২৩ জন, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিও)=৬৫০ জন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) =৯৪৫ জন, সহকারী লাইব্রেরিয়ান =৪৪৫ জন, কিচেন সুপারভাইজার=৭৭৪ জন।
নতুন এডমিট ডাউনলোড প্রক্রিয়া এখানে দেখুন
খুব অল্প সময়ের মধ্যে এই পরীক্ষাটি বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কারণে শিক্ষার্থীরা তেমন ভালো পিপারেশন নিতে পারেনি। তবে আশা করি এই পরীক্ষায় অংশগ্রহণ করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাবেন।
যেভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে তার প্রক্রিয়া হলো আপনাকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটের লিংকে প্রবেশ করতে হবে। টেলিটক বাংলাদেশের ওয়েবসাইট লিংকে প্রবেশ করার পর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এবার আপনার সামনে চলে আসে এডমিট কার্ডটি পিডিএফ ভার্শন ডাউনলোড করে নিতে হবে। এই সহজ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের কে অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন
এই পরীক্ষায় প্রায় ৯৭ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে। তবে এখানে বিভিন্ন পদের পরীক্ষা হওয়ার কারণে পরীক্ষার্থীরা খুব ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ থেকে কোন প্রকার সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা নেই। এই পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য নিতে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।