উদ্দীপকের প্রদত্ত ফসলগুলাে চাষের উপযােগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি কর।

সৃজনশীল প্রশ্ন: ১) ষষ্ঠ শ্রেণির কৃষি শিক্ষা ক্লাসে মাটি বিষয়ে শিক্ষক বললেন, সব ধরনের ফসল একই ধরনের মাটিতে চাষ করা সম্ভব নয়। আলু, গম, পাট, তরমুজ, বাদাম, বাধাকপি ইত্যাদি ফসলগুলাে চাষের জন্য ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মাটি প্রয়ােজন হয়। শিক্ষক আরও বললেন এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর বাকি অর্ধেক পলিকণা ও কাঁদা যুক্ত হয়।

১নং প্রশ্নের উত্তর (ক)

[adToAppearHere]

উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করা হলোঃ

গম চাষঃ গম চাষের জন্য উচু ও মাঝারি জমি বেশি উপযোগী। তবে মাঝারি নিচু জমিতেও গম চাষ করা যায়। দোআঁশ ও বেলে দো-আঁশমাটি গম চাষের জন্য সর্বোত্তম।

[adToAppearHere]

আলু চাষঃ আলু চাষের জন্য হালকা প্রকৃতির মাটি উপযোগী। বেলে দো-আঁশ মাটি আলু চাষের জন্য বেশ উপযোগী।

পাট চাষঃ পাট চাষের জন্য উচু ও মধ্যম উঁচু জমি বেশি উপযোগী। দো-আঁশ মাটি পাট চাষের জন্য বেশি উপযোগী।

বাদাম চাষঃ বাদাম চাষের জন্য বেলে-দোআঁশ, দোআঁশ এবং বেলে মাটি উপযোগী।

[adToAppearHere]

[adToAppearHere]

[adToAppearHere]

আমাদের ওয়েবসাইটে ষষ্ঠ শ্রেণিরসহ প্রতিটি শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলোর সমাধান খুব সুন্দর ভাবে পাবেন। যাতে শিক্ষার্থীরা খুব সুন্দর ভাবে তাদের অ্যাসাইনমেন্টের খাতাটি তার শিক্ষকের কাছে উপস্থাপন করতে পারে। আরও এসাইনমেন্ট এর সমাধান পেতে আপনারা আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।

[adToAppearHere]