“বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়” —গানটির মূল শিল্পী কে?
১০ জানুয়ারি ১৯৭২। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তার স্বদেশ প্রত্যাবর্তনের সময় ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ‘বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়’ গানটি গেয়েছিলেন।

কলি : বঙ্গবন্ধু ফিরে এলে ৷
কথা : মোঃ আবিদুর রহমান ৷
সুর : সুধীনদাস গুপ্ত ৷
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায় ৷
তাল : কাহারবা ৷
বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়
তুমি আজ ঘরে ঘরে এতো খুশী তাই
কি ভালো তোমাকে বাসি আমরা
বলো কি করে বোঝাই ৷৷
এদেশেকে বলো তুমি বলো কেনো এতো ভালোবাসলে
সাত কোটি মানুষের হৃদয়ের এতো কাছে কেনো আসলে
এমন আপন আজ বাংলায় তুমি ছাড়া আর কেউ নেই
বলো কি করে বোঝাই ৷৷
সারাটা জীবন তুমি নিজে শুধু জেলে জেলে থাকলে
আর তব স্বপ্নের সুখী আজ বাংলার ছবি শুধু আঁকলে ?
তোমার নিজের সুখ সম্ভার কিছু আর দেখলে না তাই
বলো কি করে বোঝাই ৷৷