
পুনরায় প্রাইমারি স্কলারশিপ রেজাল্ট ২০২৩ আজ ঘোষণা করার কথা। এই মুহূর্তে আমরা বর্ণনা করতে যাচ্ছি ইন্টারনেটের সাহায্যে কিভাবে প্রাইমারি স্কলারশিপ রেজাল্ট দেখা যায়। এ পোষ্টের ভিতর আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করব ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম, ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট স্থগিত। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩, বৃত্তি পরীক্ষার রেজাল্ট pdf, বৃত্তি পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবো। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল 2023, পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফল 2023। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলার জন্য আমরা নিচে এখন দেখব।
শুরুতেই অনেকেই জানতে চায় পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফাইনাল রেজাল্ট ২০২৩ কিভাবে তা দেখা যায়। এ বিষয়ে বলতে গেলে আমরা এর আগেও বলেছি যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে এই রেজাল্ট দেখতে হবে। বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যেই ওয়েবসাইটটি রয়েছে সেখানে প্রবেশ করে আপনারা খুব সুন্দর ভাবে রেজাল্ট দেখতে পারেন।
পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট স্থগিত প্রসঙ্গে গতকাল সরাসরি ওয়েবসাইটের নোটিশ বোর্ডে এ তথ্য পাওয়া গেছে। আমরা সেখানে দেখেছি যে গতকাল যে রেজাল্ট প্রকাশ করা হয়েছে সেটি ছিল ভুলে ভরা। অর্থাৎ একজন শিক্ষার্থী পরীক্ষা না দিয়েও সে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সেখানে মেধাবী শিক্ষার্থীদের কোন মূল্যায়ন করা হয়নি।
![অফিসিয়াল লিংক 180.211.137.51 Primary Result 2023 [BD Class 5 Scholarship Result]](https://i0.wp.com/bdexamhelp.com/wp-content/uploads/2023/02/Screenshot-2023-02-27-at-12.37.46-PM.png?resize=708%2C482&quality=95&strip=all&ssl=1)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর Result Link
বৃত্তি পরীক্ষার রেজাল্ট পিডিএফ, তোমরা চাইলে বৃত্তি পরীক্ষার রেজাল্ট যেকোনো সময় পিডিএফ ফাইল আকারে আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো। এখানে দেওয়া পিডিএফ শিক্ষার্থীদের প্রতিটি শিক্ষা বোর্ড এর আওতায় নির্দিষ্ট জেলা গুলোর ভিন্ন ভিন্ন ভাবে বিভক্ত করে দেওয়া আছে।
বিভাগ ভিত্তিক জেলা অনুযায়ী রেজাল্ট দেখতে নিচের পিডিএফ ফাইল গুলো ওপেন করুন:

Rajshahi
- Pabna
- Sirajganj
- Nator
- Rajshahi
- Chapainawabganj
- Naogaon
- Bogra
- Joypurhat
Khulna
- Bagerhat
- Khulna
- Satkhira
- Narail
- Jessore
- Magura
- Jhenaidah
- Chuadanga
- Meherpur
- Kushtia
Dhaka
- Gopalganj
- Shariatpur
- Madaripur
- Faridpur
- Rajbari
- Munshiganj
- Narayanganj
- Dhaka
- Manikganj
- Narsingdi
- Gazipur
- Tangail
- Kishoreganj
Chittagong
- Bandarban
- Rangamati
- Khagrachari
- Cox’s Bazar
- Chittagong
- Lakshipur
- Chandpur
- Comilla
- Bahmanbaria
Barisal
- Bhola
- Patuakhali
- Barguna
- Jhalkathi
- Pirojpur
- Barisal
Sylhet
- Moulvibazar
- Habiganj
- Sylhet
- Sunamganj
Rangpur
- Gaibandha
- Kurigram
- Lalmonirhat
- Rangpur
- Nilphamari
- Dinajpur
- Thakurgaon
- Panchagarh
Mymensingh
- Netrakona
- Mymensingh
- Sherpur
- Jamalpur
উপরে উল্লেখিত বিভাগ অনুযায়ী প্রতিটি জেলার রেজাল্ট খুব দ্রুত সময়ের মধ্যে pdf আকারে ডাউনলোড করার জন্য দেওয়া আছে। মনে রাখবেন আপনি যে বিভাগের এবং তার আওতায় যে জেলার পরীক্ষার্থী কেবলমাত্র সেই জেলার লিঙ্কে ক্লিক করবেন। খুব অল্প সময়ের মধ্যে রেজাল্টগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের এই অভিনব পদ্ধতি অবলম্বন করতে হয়েছে।