প্রিয় শিক্ষকগণ NTRCA Police Verification Form PDF ডাউনলোড করার সঠিক নিয়ম এখন আমরা আলোচনা করব। নতুন নিয়োগপ্রাপ্ত সকল বেসরকারি শিক্ষকদের কে আমাদের পক্ষ থেকে স্বাগতম। ইতিমধ্যেই আপনারা চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে আপনাদের কর্মস্থল হিসেবে নতুন স্কুল, কলেজ, মাদ্রাসা অথবা কারিগরি ইনস্টিটিউটে নির্বাচিত হয়েছেন। www.ntrca.gov.bd ওয়েবসাইট থেকে প্রকাশিত রেজাল্ট এর নোটিশ থেকে জানা যায় চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম অনলাইনে পূরণ করে অনলাইনে সাবমিট করতে হবে। V-Roll ফরম Submit করা সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে এনটিআরসিএ এর অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং নির্বাচিত প্রার্থীর মোবাইলে SMS যোগে অবহিত করা হবে। চলুন আজকে আমরা পুলিশ ভেরিফিকেশন ফর্ম পিডিএফ ফাইল ডাউনলোড করব এবং V-Roll ফরম অনলাইনে পূরণ করে তা এখনই সাবমিট করার প্রক্রিয়া শুরু করব।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে নিবন্ধন প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেদাক্রমও পছন্দ ক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে প্রাথমিকভাবে ৩২ হাজার ৪৩৮ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীগণ সহ অ্যাপ্লিকেশন আইডি এবং মোবাইল নম্বর দিয়ে লগইন করে ফলাফল ইতিমধ্যেই চেক করা শেষ করেছেন। শিক্ষকগণ এখন তাদের নতুন কার্যক্রম হিসেবে পুলিশ ভেরিফিকেশন ফ্রম অনলাইনে সাবমিট করার প্রক্রিয়া শুরু করবেন। এই পোস্টের মাধ্যমে আমরা খুব সহজে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফ্রম পূরণ করা এবং তা সাবমিট করার প্রক্রিয়া বিস্তারিতভাবে আলোচনা করব।
NTRCA নতুন শিক্ষকদের V-Roll ফরম বিস্তারিত:
আপনি যদি একজন নতুন শিক্ষক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এখানে দেওয়া পুলিশ ভেরিফিকেশন ফর্মটি অবশ্যই বিস্তারিতভাবে জানতে হবে। এখানে দেওয়া প্রতিটি তথ্য আপনাকে সংগ্রহ করে তা অনলাইনে পূরণ করতে হবে। অনলাইনে ফোরাম সাবমিট করার পূর্বে অবশ্যই নিম্নোক্ত তথ্যগুলো আপনার সাথে থাকা জরুরি।
NTRCA V-Roll Form PDF Download Link
“প্রাক চাকুরি বৃত্তান্ত যাচাই ফরম”
প্রার্থী যে পদে নিযুক্ত হইবেন সেই পদের নাম লিখতে হবে। প্রতি নিজে পূরণ করার জায়গায় যে ধরনের তথ্যগুলো প্রয়োজন তার মধ্যে নাম, নিবন্ধন পরীক্ষার ব্যাচ, রোল নাম্বার, মোবাইল নাম্বার। জাতীয়তা, পিতার সম্পূর্ণ নাম ও চাকরিরত থাকলে পদের নাম এবং জাতীয়তা, স্থায়ী ঠিকানা, বর্তমান বাসস্থানের ঠিকানা, প্রার্থী যেসব স্থানে বিগত পাঁচ বছরে 6 মাসের অধিক অবস্থান করেছেন সেই সব স্থানের ঠিকানা। জন্ম তারিখ (প্রার্থীর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সনদ অনুযায়ী লিখতে হবে)। জন্মস্থান এর ডাকঘর অথবা থানা উপজেলা ইত্যাদি উল্লেখ করে দিতে হবে। প্রার্থী ১৫ বছর বয়স হইতে যেসব বিদ্যালয় মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন করিয়াছেন সেইসব শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও বৎসর উল্লেখপূর্বক শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে।
দ্বিতীয় পাতায় এসে ১০ নাম্বার পয়েন্টে, কোন সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্তশাসিত/ অথবা আধা স্বায়ত্তশাসিত/ স্থানীয় সরকারের সংস্থা সহ বেসরকারি প্রতিষ্ঠানে প্রার্থী পূর্বে চাকরি করে থাকলে বর্তমানে কর্মরত থাকলে উহার পূর্ণ বিবরণ ও ঠিকানা এবং সেগুলো পরিত্যাগের কারণ বর্ণনা করতে হবে। ১১ নম্বর পয়েন্টে প্রার্থী মুক্তিযোদ্ধার পুত্র কন্যা তা হা অথবা না নির্ধারণ করতে হবে। প্রতিবন্ধী কিনা তা নির্ধারণ করতে হবে 12 নম্বর অপশনে এসে।
১৩ নম্বর পয়েন্টে আমরা দেখতে পেরেছি ফৌজদারী রাজনৈতিক বা অন্য কোন মামলায় গ্রেফতার অভিযুক্ত বা দণ্ডিত এবং নজরবন্দী বা বহিষ্কৃত হয়েছে কিনা তা হয়ে থাকিলে তারিখসহ সম্পূর্ণ বিবরণ দিতে হবে। 14 নাম্বার অপশনে, নিকট আত্মীয় স্বজনদের কেহ অর্থাৎ ভাই আপন চাচা শশুরের দিকে নিকট আত্মীয়-স্বজন বাংলাদেশ সরকারের চাকরিতে নিযুক্ত থাকলে পদের নাম ও কর্মস্থল উল্লেখ পূর্ব বিবরণ দিতে হবে।
পুলিশ ভেরিফিকেশন ফরম অনলাইন আবেদন শুরু করুন
তৃতীয় পাতায় এসে, ১৫ নাম্বার অপশনে প্রার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ অধ্যয়ন করিয়েছে উহার প্রধানের নিকট হইতে একটি চারিত্রিকগত সার্টিফিকেট দিতে হবে। ১৬ নম্বর অপশনে প্রার্থীর চরিত্র ও পূর্ব পরিচয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারেন কিন্তু প্রার্থীর সহিত আত্মীয়তার সূত্রে আবদ্ধ এমন দুই ব্যক্তির ঠিকানা সহ নাম উল্লেখ করতে হবে।
১৭ নম্বর অপশনে এসে বিবাহিত বা অবিবাহিত তা নির্ধারণ করতে হবে। অবিবাহিত হইলে বিবাহের প্রস্তাব থাকিলে যাহাকে বিবাহ করা হয়েছে বা বিবাহ করার প্রস্তাব রয়েছে তার জাতীয়তা উল্লেখ করতে হবে।
সর্বশেষ এসে আমি শপথপূর্বক বলিতেছি যে উপরের পদার্থ বিবরণ সমূহ আমার জানামতে সঠিক মিথ্যা তথ্যের জন্য প্রার্থী অথবা পরীক্ষা বাতিলসহ আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাইতে পারে। এর পরের লাইনে প্রার্থীর স্বাক্ষর ও তারিখ করতে হবে।
চতুর্থ অর্থাৎ সর্বশেষ পাতায় এসে দ্বিতীয় ভাগ পাওয়া যাবে। এখানে জেলা স্পেশাল ব্রাঞ্চের পুলিশ অথবা বাংলাদেশি স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ পূরণ করবেন।
প্রত্যয়নের সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে কোন কিছু না পাওয়া গেলে জেলা স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপারিটেনডেন্ট বাংলাদেশ স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জবাবসহ এই ফর্মটি প্রেরণকারী কর্তৃপক্ষের নিকট সরাসরি ফেরত পাঠাবেন।
কিন্তু যদি সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে রেকর্ড এ কোন তথ্য পাওয়া যায় তাহা হইলে জেলা স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপারিটেনডেন্ট এন্ড বাংলাদেশি স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পুলিশ এর মাধ্যমে জবাব সহ এই ফর্মটি প্রেরণকারী কর্তৃপক্ষের নিকট ফেরত পাঠাইবেন।
এটিই হলো আপনাদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম। এখানে কিছু কঠিন তথ্য অথবা কিছু সহজ তথ্য মিলে ফর্মটি আপনাদের পূরণ করতে হবে। অবশ্যই সকল সঠিক তথ্য দিয়ে ফরমটি পূরণ করার পর অনলাইনে সাবমিট করতে হবে। অনলাইনে সাবমিট কিন্তু ফর্মটি অবশ্যই পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করে তা সংরক্ষণ করতে হবে। এনটিআরসিএ কর্তৃপক্ষ থেকে পরবর্তীতে নির্দেশনা আসলে আপনারা সেই মোতাবেক এই কাজটি সম্পাদন করবেন। ফর্ম ডাউনলোড করতে হলে পিডিএফ লিংকে ক্লিক করুন।