Due to the epidemic of Coronavirus, this time the school will be closed and new textbooks will be distributed to the students. However, students must accept books from the school in accordance with the hygiene rules. One day, the Department of Secondary and Higher Education (DSHE) decided to give packaged books to one class of students.
After a few days, the students will be intoxicated by the smell of the new book. Although the book festival does not hold on January 1 due to the closure of educational institutions due to coronavirus infection, all preparations have been made to hand over free books to the students at the beginning of the year.
On Sunday (December 26), the Ministry of Education issued instructions to provide all this information.
They said that the book will provide from 1st January after being announced by Prime Minister Sheik Hasina. By the following Sequence, all class books will publish within 10th January.
New Book Publish Date
Mausi has decided to pack the new textbooks according to the class and roll and hand them over to the students. One day only one class of students will give books. The schedule will be given according to the class and roll on the notice board of the educational institution. Students will be able to collect books on the scheduled day according to that schedule.
In this regard, DSHE Director (School) Belal Hossain told the media that new books will distribute from the school in accordance with the health rules. In order to implement this, we will give instructions to the district and Upazila primary education officers at the field level. Books will distribute in accordance with the hygiene rules under the responsibility of the head of the institution.
When Will Publish Now Book In?
Earlier, Education Minister Dipu Moni said that the book festival would hold on January 1 every year. Like every year, Prime Minister Sheikh Hasina will also inaugurate the distribution of books. However, books will not distribute by gathering this year. Instructions will give to the schools on the method of distribution of books.
It is learned that the government has printed about 35 crore books this year for distribution. Of these, about 24 crores 34 lakh are secondary books. The rest is elementary. Although not all secondary level books will reach before January 1, all primary level books will reach schools.
Notun Boi Kobe Dibe?
Do you know that when will publish notun boi of all class? This festival will start from January first week. You can check it from your School authority.
এবার স্কুলে যেভাবে বই বিতরণ করা হবে
করোনার কারণে এবার স্কুল বন্ধ রেখেই শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত করে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। তবে শিক্ষার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে স্কুল থেকে বই গ্রহণ করতে হবে। একদিন এক শ্রেণির শিক্ষার্থীদের প্যাকেটজাত বই দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
প্রাথমিক ও মাধ্যমিক স্তরের (মাদ্রাসা, কারিগরিসহ) সোয়া চার কোটি শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য ৩৫ কোটি সাড়ে ৩১ লাখ বই ছাপার কাজ শেষ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রকৃত চাহিদার চেয়ে বেশি চাহিদা দেওয়ায় এবার অবশ্য বই বেশি ছাপতে হয়েছে। এতে সরকারের খরচও বেশি হয়েছে। বিনা মূল্যে বই দিতে এ বছর সরকারের খরচ হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা।
শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করে এ সকল তথ্য জানানো হয়েছে।
ক্লাস ও রোল অনুযায়ী নতুন পাঠ্যপুস্তক প্যাকেটজাত করে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাউশি। একদিন শুধুমাত্র এক শ্রেণির শিক্ষার্থীদের বই দেয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে ক্লাস ও রোল অনুযায়ী সিডিউল দেয়া থাকবে। সেই সিডিউল অনুযায়ী নির্ধারিত দিনে শিক্ষার্থীরা বই সংগ্রহ করতে পারবে।
এ বিষয়ে মাউশির পরিচালক (বিদ্যালয়) বেলাল হোসাইন গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে এবার স্কুল থেকেই নতুন বই বিতরণ করা হবে। এটি বাস্তবায়নে আমরা মাঠ পর্যায়ে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা দেব। প্রতিষ্ঠান প্রধানের দায়িত্বে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হবে।
এর আগে শিক্ষামন্ত্রী দিপু মনি জানিয়েছিলেন, প্রতি বছরের মত এবারও পহেলা জানুয়ারিতেই বই উৎসব অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও বই বিতরণ উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এ বছর সমাবেশ করে বই বিতরণ করা হবে না। কোন পদ্ধতিতে বই দেয়া হবে তার নির্দেশনা স্কুলগুলোকে দিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, বই বিতরণের জন্য এ বছর প্রায় ৩৫ কোটি বই মুদ্রণ করেছে সরকার। এর মধ্যে মাধ্যমিকের বই প্রায় ২৪ কোটি ৩৪ লাখ। বাকিটা প্রাথমিক স্তরের। ১ জানুয়ারির আগে মাধ্যমিক স্তরের সব বই না পৌঁছলেও প্রাথমিক স্তরের সব বই পৌঁছে যাবে স্কুলে স্কুলে।