মানব জীবনে সফলতা : প্রসঙ্গ তাকওয়া (মুত্তাকির বৈশিষ্ট্যাবলি)

দাখিল কুরআন মাজীদ ও তাজবিদ চতুর্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট প্রশ্ন। ছাত্র-ছাত্রীদের বোঝার সুবিধার্থে উত্তরের পড়বে প্রশ্ন দেওয়া হল। যাতে করে ছাত্র-ছাত্রীরা প্রশ্ন বুঝে প্রশ্নের নং অনুযায়ী অ্যাসাইনমেন্টের উত্তর ডাউনলোড করে অ্যাসাইনমেন্ট খাতা সংগ্রহ করে নিতে পারে।

প্রশ্নঃ মানব জীবনে সফলতা : প্রসঙ্গ তাকওয়া

শিখনফল/বিষয়কন্তুঃ মুত্তাকির বৈশিষ্ট্যাবলি

নির্দেশনাঃ

الم (۱) ذلك الكتاب لا ريب فيه هذي للمتقين (۲) الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون (۳) والذين يؤمنون بما أنزل إليك وما انزل من قبلك وبالآخرة هم يوقنون (4) أوليك على هدي من رم وأولئك من المفلحون (ه)

মুত্তাকির পরিচয় ও বৈশিষ্ট্য শান্তিময় গঠনে সমাজ তাকওয়ার গুরুত্ব তাহকিক : يؤمنون، رزقناهم، أثزل، ميخو

ভূমিকা: তাকওয়া অর্থ খােদাভীতি| মহান আল্লাহ তায়ালার ভয়ে শরিয়ত নির্দেশিত বিধানানুযায়ী জীবনযাপন করা ইসলামের নিষেধাজ্ঞা অমান্য না করা| যাপিত জীবনের প্রতিটি ক্ষণ, শাখা ও কার্যক্রমে ইসলামী বিধি-বিধান মান্য করা। উল্লেখিত আয়াত সমূহে তাকওয়া বা খােদাভিরু সম্পর্কে আলােচনা হয়েছে। নিম্নে প্রশ্নালােকে বিস্তারিত আলােচনা হল।

(ক) নির্দেশনায় উদ্ধৃত আয়াতগুলাের বঙ্গানুবাদ:

(খ) মুত্তাকির পরিচয় ও বৈশিষ্ট্য:

* মুত্তাকির পরিচয় ; মুত্তাকী এমন ব্যক্তি যার মধ্যে তাকওয়া রয়েছে। তাকওয়া একটি অসাধারণ নৈতিকগুণ| আল্লাহর কাছে মর্যাদা প্রাপ্তির এক অনিবার্য উপায়। পরকালীন জীবনে ব্যক্তির ক্ষতির কারণ হতে পারে এমন কাজ ও বিষয় থেকে বিরত থাকাই তাকওয়া। * মুত্তাকির বৈশিষ্ট্য:

১. গায়বের প্রতি বিশ্বাসী : মুত্তাকী ব্যক্তির প্রথম পরিচয় হলাে তারা গায়ব বা অদৃশ্য বিষয়সমূহে ঈমান পােষণ করে। আর গায়ব হলাে এমন বিষয় যা ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না| সাধারণ বুদ্ধি দিয়ে বােঝা যায়।

২. সালাত কায়েমকারী : মুত্তাকীর দ্বিতীয় বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ বলেনوينمون اصلو অর্থ: আর তারা সালাত কায়েম করে (সুরা আল-বাকারা:

মুত্তাকীর সালাত কায়েম করার অর্থ হলাে সে নিজে সমস্ত নিয়ম মেনে বিনয়-নম্রতা ও নিষ্ঠার সাথে সালাত আদায় করে যথাযথ গুরুত্ব দিয়ে সালাতের ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, হারাম, মাকরুহ প্রভৃতি বিধান পালনের মধ্যমে সমাজে নামাজ পতিষ্ঠা করা।

৩. আল্লাহর পথে সম্পদ ব্যয়কারী : মুত্তাকীর তৃতীয় বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ বলেন- : আর তাদের যে জীবিকা দেওয়া হয়েছে, তারা সেখান থেকে ব্যয় করে (সুরা আল-বাকারা:

মুত্তাকীর ফি সাবিলিল্লাহ বা আল্লাহর পথে সম্পদ ব্যয় করার অর্থ হলাে তারা জাকাত-সাদাকাহ আদায় করে। মানুষের যেকোনাে কল্যাণে নিজেদের সম্পদ ব্যয় অব্যাহত রাখে।

৪. আসমানি কিতাবে বিশ্বাসী : মুক্তাকী আসমানি কিতাবের সত্যতায় বিশ্বাস রাখে আল্লাহ বলেন- “আর যারা আপনার প্রতি যা আমি নাজিল করেছি তার প্রতি ইমান রাখে| যা আপনার পূর্বে নাজিল করেছি তার প্রতিও বিশ্বাস পােষণ করে (সুরা আল-বাকারা:

এক্ষেত্রে অবশ্য বিশ্বাসের ধরনে পার্থক্য রয়েছে। মুক্তাকীরা রাসুলুল্লাহ (স) এর পূর্বে নাজিলকৃত আসমানি কিতাবগুলাে যে আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়েছে সে বিশ্বাস রাখে, কিন্তু এগুলাের অনুসরণ ও অনুশীলন করে না।

৫. পরকালে বিশ্বাসী : মুত্তাকীরা পরকালে সুদৃঢ় প্রত্যয় পােষণ করে| আল্লাহ বলেন- আর তারাই পরকালে ইয়াকিন বা বিশ্বাস পােষণ করে (সুরা আলবাকারা: ৪)। ইয়াকিন হলাে অত্যন্ত সুদৃঢ় বিশ্বাস| মুত্তাকীরা বিশ্বাস করেপৃথিবী ক্ষণস্থায়ী। এখানে মানুষ মাত্র কিছুকাল অবস্থান করবে| পৃথিবীতে তারা মূলত প্রস্তুতি নেবে পরবর্তী জীবনের জন্য| সে জীবন অনন্তকালের।