The ninth month of Hijri is Ramadan. In Urdu, Persian, Hindi, and Bengali pronunciation it is Ramadan. The much-anticipated month of Ramadan is starting on Sunday. In Ramadan, hunger, and thirst, sins are burnt to ashes and fasting becomes sinless. According to Islamic law, fasting during Ramadan is obligatory for every strong Muslim. The intention of fasting and breaking the fast is mentioned below.
On the subject of fasting, Allaah says, ‘O you who believe! Fasting has been made obligatory upon you; As was enjoined on those before you; So that you may attain taqwa (self-purification). (Surat al-Baqara: verse 173)
রোজা রাখার নিয়ত
نويت ان اصوم غدا من شهر رمضان المبارك فرضا لك ياالله فتقبل منى انك انت السميع العليم
(নাওয়াইতু আন আছুমা গদাম মিং শাহরি রমাদ্বানাল মুবারকি ফারদ্বল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বব্বাল মিন্নী ইন্নাকা আংতাস সামীউল আলীম)
অর্থ: হে আল্লাহ! আগামীকাল পবিত্র রমযান মাসে তোমার পক্ষ হতে ফরয করা রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ হতে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
রোজার বাংলা নিয়ত
হে আল্লাহ পাক! আপনার সন্তুষ্টির জন্য আগামীকালের রমাদ্বান শরীফ-এর ফরয রোযা রাখার নিয়ত করছি। আমার তরফ থেকে আপনি তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা , সর্বজ্ঞাত।
Sehri Dua In Bangla
O, Allah! I wish to observe the obligatory fast prescribed by you in the holy month of Ramadan tomorrow. So accept from me (my abstinence from fasting and eating), surely You are the All-Hearing, the All-Knowing.
ইফতারের দোয়া
(আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া তাওয়াক্কালতু আ’লা রিজক্বিকা ওয়া আফতারতু বি রাহমাতিকা ইয়া আর্ হামার রা-হিমীন।)
অর্থ: হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্ব দ্বারা ইফতার করছি।
ইফতারের বাংলা দোয়া
হে আল্লাহ তায়ালা আমি আপনার নির্দেশিত মাহে রমাজানের ফরয রোজা শেষে আপনারই নির্দেশিত আইন মেনেই রোজার পরিসমাপ্তি করছি ও রহমতের আশা নিয়ে ইফতার আরম্ভ করছি। তারপর “বিসমিল্লাহি ওয়া’আলা বারাকাতিল্লাহ” বলে ইফতার করা।
Iftar Dua In Bangla
O Allah Ta’ala, at the end of the obligatory fast of the month of Ramadan as directed by you, I am ending the fast in accordance with the law directed by you and I am starting Iftar with the hope of mercy. Then break the fast by saying “Bismillahi wa’ala barakatillah”.
ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি ইসতেগফার পড়া সওয়াবের কাজ।
اَسْتَغْفِرُ اللهَ الْعَظِيْم – اَلَّذِىْ لَا اِلَهَ اِلَّا هُوَ اَلْحَيُّ الْقَيُّوْمُ وَ اَتُوْبُ اِلَيْهِ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ الْعَلِىِّ الْعَظِيْم
আসতাগফিরুল্লাহাল আজিম, আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল-হাইয়্যুল ক্বাইয়্যুম, ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।
See Also:
[1000+] Ramadan Mubarak Wish Picture, Image, Quotes, Wallpaper 2022 HD Free Download