চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের মেধা বৃত্তি আওতায় আনার জন্য হেলথ কার্ড বিডি নামের একটি প্রতিষ্ঠান প্রতিবছর বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। এ প্রতিষ্ঠানটি মূলত একটি দাতব্য প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য কার্যক্রম চালু করে থাকে যার মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন পুরস্কার প্রদানের মাধ্যমে শিক্ষার প্রতি আগ্রহ প্রকাশ করে। 2022 সালের অনুষ্ঠান 23 ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এখানে প্রায় 10 হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। আজকে রেজাল্ট ২০২৩ প্রকাশিত হতে যাচ্ছে।
বৃত্তি পরীক্ষার রেজাল্ট কিছুক্ষণ আগে হেলথ কার্ড বিডি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আপনি যদি এ পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন তাহলে রেজাল্ট দেখার জন্য আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। যেহেতু আপনি অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেছেন তাই রেজাল্ট দেখা আপনার জন্য জরুরী।
হেলথ কার্ড বিডি বৃত্তি পরীক্ষা রেজাল্ট
এখানে সকল শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার রেজাল্ট খুব দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা যাচ্ছে। এ পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শ্রেণীর শিক্ষার্থীরা বৃত্তির রেজাল্ট দেখতে পাবে। প্রথম হওয়া শিক্ষার্থী 30000 টাকা সমমূল্যের পুরস্কার পাবে। এবং বাকি সকল শিক্ষার্থীদের জন্য রয়েছে সান্তনা পুরস্কার এর ব্যবস্থা। বৃত্তি পরীক্ষার রেজাল্ট ও পুরস্কার সংক্রান্ত বিস্তারিত তথ্য আমাদের ছবির মাধ্যমে দেখে নিতে পারো।
সকল শ্রেণীর বৃত্তি রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন
হেলথ কার্ড বিডি বৃত্তি প্রকল্প’২২ বিস্তারিত তথ্য:
রেজিস্ট্রেশন এ’বার অনলাইন/অফলাইন দু’ভাবেই সম্পন্ন করা যাবে।তাই দেরি না করে আজই রেজিষ্ট্রেশন করুন।
অনলাইন রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন ঃ-
হোয়াটসঅ্যাপে রেজিষ্ট্রেশন করতে ঃ-
01837484262 এই নাম্বারে স্টুডেন্ট এর নাম,স্কুল /মাদ্রাসার নাম,পিতা মাতার নাম লিখে পাঠালে হোয়াটসঅ্যাপ প্রবেশপত্র পাঠানো হবে
অনলাইন রেজিষ্ট্রেশন এর ক্ষেত্রে বিকাশ এ রেজিষ্ট্রেশন ফি প্রদান করা যাবে।সেক্ষেত্রে আগে রেজিষ্ট্রেশন ফি প্রদান করে রেজিষ্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে।যে নাম্বার থেকে ফি প্রদান করেছেন সে বিকাশ নাম্বার এবং ট্রানজেকশন আইডি ফরমে অবশ্যই উল্লেখ করতে হবে।
পরীক্ষার রেজিষ্ট্রেশন ফি ২২০/-
আবেদনকারী ফরম পূরণের ২৪ ঘণ্টার মধ্যে নিশ্চিতকরণ বার্তা পেয়ে যাবে।
বিভিন্ন স্কুল ছাড়াও যে সব লাইব্রেরিতে থেকে ফরম নেওয়া যাবে
১।চন্দ্রবিন্দু লাইব্রেরি[ শাহেন শাহ মার্কেট চকবাজার ]
২। আন নুর স্টোর( কাপাসগোলা স্কুলের পাশে)
৩। রিয়া টেলিকম (সেন্ট স্কলাস্টিকা স্কলের সামনে পাথরঘাটা)
৪। ইকরা কম্পিউটার( কলেজিয়েট স্কুলের সামনে)
৫।আজহার এন্টারপ্রাইজ( নাসিরাবাদ গার্লস স্কুলের সামনে)
৬।শিশু একাডেমি (ইদ্রিস ভাইয়ের কাছে)
৭। শিল্পকলা একাডেমি (এমরান ভাইয়ের কাছে)
৮।শাবানা ডিপার্টমেন্ট স্টোর (মুন্না একাডেমির গলি)
৯। আধুনিক লাইব্রেরী (আইডিয়াল স্কুলের সামনে)
১০ । পরীক্ষার সম্ভাব্য তারিখঃ ২৩ ডিসেম্বর ২০২২,
সকাল ১০টা
১১.পরিক্ষার ধরণ ১০০টি MCQ টিক চিহ্ন দিতে হবে
যোগাযোগঃ–
নাসিরাবাদ হাউজিং সোসাইটি রোড় নং ৫ বাড়ি নং ২০ মুরাদপুর চট্টগ্রাম
01837484262
01866089152
01736372675
01858557293