[সকল জেলার] গ্রামীণ ব্যাংক রেজাল্ট ২০২৩ PDF Download

এবার প্রকাশিত হলো গ্রামীণ ব্যাংক নিয়োগ পরীক্ষার রেজাল্ট ২০২৩। বহুল প্রতীক্ষিত গ্রামীণ ব্যাংকের নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি ২০২৩ তারিখে অনুষ্ঠিত হওয়ার পর আবেদনকারী এবং পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে অনেক ভয় ভীতি বিরাজ করছিল। কিন্তু সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ এই পরীক্ষার রেজাল্ট সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। যারা ইতিমধ্যেই নির্বাচিত হয়েছে তাদের মোবাইল এসএমএস এ জানানো হয়েছে। আপনি যদি গ্রামীণ ব্যাংক প্রবেশনারি অফিসার পদে পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন তাহলে আপনার রেজাল্ট দেখে নিতে পারেন। নির্বাচিত প্রার্থীরা অবশ্যই মৌখিক পরীক্ষার জন্য ইতিমধ্যেই মোবাইল এসএমএস এর মাধ্যমে তারিখ ও সময় জানতে পেরেছেন। এই পোষ্টের মাধ্যমে আপনি বিস্তারিতভাবে গ্রামীণ ব্যাংকের নিয়োগ পরীক্ষার তথ্য পাবেন।

২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রবেশনারি অফিসার পদে যারা আবেদন করেছিল সে সকল প্রার্থীদের নিয়ে একটি লিখিত পরীক্ষা গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল। এরই মাঝে সংস্থাটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট প্রকাশ করার প্রক্রিয়া শুরু করেছে। ফলাফল ঘোষণা হওয়ার শেষে শিক্ষার্থীরা পিডিএফ ফাইল আকারে ফলাফল দেখতে পেয়েছে। কিছু কিছু প্রার্থীদের মোবাইল এসএমএস এর মাধ্যমে উত্তীর্ণ হওয়ার খবরটি প্রকাশ করা হয়েছে। এখনো অনেক জেলা শহরের রেজাল্ট প্রকাশ করা বাকি রয়েছে। তবে আজ যেকোনো সময় নির্বাচিত প্রার্থীদের মোবাইলে এই এসএমএসটি চলে যাবে।

গ্রামীণ ব্যাংক শিক্ষানবিস অফিসার রেজাল্ট Link

http://gbrecruit.ghrmplus.com/

শিক্ষানবিস কেন্দ্র ব্যবস্থাপক রেজাল্ট লিংক

আপনি যদি ইতিমধ্যে গ্রামীণ ব্যাংকে পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন অবশ্যই আপনার রেজাল্ট দেখার প্রয়োজন রয়েছে। এবারের লিখিত পরীক্ষাটি mcq এবং লিখিত দুইভাগে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয়েছে। অনেক শিক্ষার্থী পরীক্ষায় ভালোভাবে অংশগ্রহণ করেছে এবং তারা আশাবাদী পরবর্তী রেজাল্টে তারা সরাসরি মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবেন। কিন্তু একই জেলায় অনেক বেশি আবেদনকারী থাকার কারণে বিভিন্ন জেলায় প্রায় অর্ধেকের বেশি শিক্ষার্থী বাতিল হয়ে যাচ্ছে। প্রার্থীরা আশা ছেড়ে না দিয়ে মনোবল শক্ত রাখার জন্য আহবান করা হচ্ছে।

গ্রামীণ ব্যাংকের ভাইভা অভিজ্ঞতা চট্টগ্রাম।


(সালাম দিয়ে ঢুকলাম।)

১. বাড়ী কোথায়?

২.আপনার গ্রামে একটা বিখ্যাত পরিবার আছে?

উ:এরশাদ আলী সরকার পরিবার।

৩.বলেন ঐ টা আর কার বাড়ী বলে?
উ: আতাউর রহমান খান কাইছারের বাড়ী।

৪.কাইছার সাহেবের সাথে এরশাদ আলী সরকারের কি সম্পর্ক।

উ: দাদা নাতী।

৫.আনোয়ারা আরেকজন বিখ্যাত ব্যক্তি আছে?ওনার পরিবারে মন্ত্রী ও আছেন।

উ:আখতারুজ্জামান চৌধুরী,মন্ত্রী ওনার ছেলে সাইফুজ্জামান জাবেদ।

৫.জাতীসংঘের কাজ কি?এরা কি করে?

৬.গ্রামীণ ব্যাংক বানান করেন ইংরেজিতে।

৭.আপনি কি পড়েন?কোন ডিপার্টমেন্ট?

৮.ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর কাজ কি?
ম্যানেজমেন্ট মানে কি?

৯.হিসাববিজ্ঞানের ৩ টা সূত্র বল?

১০.ডেবিট ক্রেডিট নির্ণের সূত্র বলেন?

১১.আপনার কলেজের একজন স্যার টিভিতে প্রোগ্রাম করে ওনার নাম কি?

১২.স্বাস্থ্যের অবস্থা খারাপ এই চাকরি পারবেন?

১৩.বিদ্রোহি কবি কে?ওনার কি সঙ্গীত গাওয়া হয়?

১৪.চলচলচল কোন বাহিনীর সঙ্গীত?

১৫.জাতীয় সঙ্গীত কে লিখেছেন?

১৬.BGB এর পূর্ণরূপ কি?

সবাইকে ভাইবার জন্য অগ্রিম শুভকামনা।