অষ্টম শ্রেণি ICT অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১
প্রথম অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পার্ট নম্বর ও বিষয়বস্তু:
পাঠ- ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব
পাঠ- ২: কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
পাঠ- ৩: যোগাযোগ
পাঠ- ৪: ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব
পাঠ-৫: সরকারি কর্মকান্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ
পাঠ- ৬: চিকিৎসা
পাঠ-৭:গবেষণা
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:
‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিস্তারের ফলে বাংলাদেশে কর্মসংস্থানের নতুন দিক উন্মোচিত হয়েছে’ – উক্তিটির আলোকে একটি প্রতিবেদন লিখ।
নির্দেশনা:
প্রতিবেদনটি তৈরি ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে-
১। প্রারম্ভিক অংশ: মূল শিরোনাম, প্রাপকের নাম ঠিকানা, সূত্র বিশ্বের সংক্ষিপ্তসার নির্দেশক কথা।
২। প্রধান অংশ: বিষয় সম্পর্কে ভূমিকা, মূল প্রতিবেদন (উৎপাদনশীলতা, দক্ষ কর্মী, নতুন কর্মের খাতসমূহ, কর্ম প্রত্যাশীদের জন্য আইসিটির ভূমিকা, ঘরে বসে আয়), উপসংহার ও সুপারিশ।
৩। পরিশিষ্ট: তথ্য নির্দেশ, গ্রন্থ বিবরণী ও আনুষঙ্গিক বিষয়াদি।
মূল্যায়ন রুব্রিক্স:
১) বিষয়বস্তুর যথার্থতা, ধারাবাহিকতা ও প্রাসঙ্গিকতা।
২) লেখায় তথ্যসূত্র পাঠ্যপুস্তক এর সাথে সঙ্গতিপূর্ণ
৩) লেখায় লক্ষণীয় নিজস্বতা সৃজনশীলতা।

‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিস্তারের ফলে বাংলাদেশে কর্মসংস্থানের নতুন দিক উন্মোচিত হয়েছে’ – উক্তিটির আলোকে একটি প্রতিবেদন লিখ





ব্যবসা ক্ষেত্রে আইসিটি ব্যবহারের সুবিধা নিচে দেয়া হল-
১. কম সময়ে অধিক পরিমাণ কাজ করা যায়।
২. মজুদ নিয়ন্ত্রণ করা যায়। বিশেষায়িত সফটওয়্যার কৌশল ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় মজুদের হালনাগাদ তথ্য জানা যায়, ফলে সেই অনুযায়ী উৎপাদনের ব্যবস্থা করা যায়।
৩. উৎপাদন স্বয়ংক্রিয়করণসহ আইসিটি নিয়ন্ত্রিত বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হলে কম সময়ে অধিক উৎপাদন করা যায়।
৪. কর্মী ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির প্রয়োগ উৎপাদন গতিশীলতা আনতে সক্ষম হয়।
৫. ই-মেইল ব্যবস্থার মাধ্যমে ব্যবসা ক্ষেত্রে দ্রুত যোগাযোগ করা সম্ভব হয়।
৬. ইন্টারনেটের মাধ্যমে পণ্যের খবর বিভিন্ন ওয়েবসাইটে, সামাজিক যোগাযোগ সাইটে ছড়িয়ে দেয়া যায়। এতে পণ্যের প্রচারে সহায়তা পাওয়া যায়।
৭. মোবাইল ফোনের মাধ্যমে মৌখিক যোগাযোগ ও ভিডিও কনফারেন্সিং সুবিধা পাওয়া যায়।
৮ম শ্রেণি [১১তম সপ্তাহ] তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) এসাইনমেন্ট বিস্তারিত এখানে