রাসায়নিক বন্ধন গঠন যৌগের বিভিন্ন বৈশিষ্ট্য ও ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা, A ও D দুইটি মৌল যারা পর্যায় সারণির গ্রুপ-১ অবস্থিত A মৌলের অবস্থান ১ম পর্যায়ে এবং D মৌলের অবস্থান ৪র্থ পর্যায়ে। অপরদুইটি মৌল B ও C ২য় পর্যায়ে যথাক্রমে ১৪ ও ১৬ নং গ্রুপে অবস্থিত
১০ম শ্রেণীর ‘রসায়ন বিজ্ঞান’ অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ । যা ইতোমধ্যেই গত ২০ ফেব্রুয়ারী, ২০২২ তারিখে প্রকাশ করা হয়েছে । ১০ম শ্রেণীর ৩য় সপ্তাহের রসায়ন বিজ্ঞান অ্যাসাইনমেন্ট দিয়েছে পঞ্চম অধ্যায় থেকে । যে অধ্যায়ের নাম; রাসায়নিক বন্ধন, উক্ত অধ্যায় থেকে মোট ৩ টি প্রশ্ন করা হয়েছে ।
অ্যাসাইনমেন্ট নম্বর; ০১
অধ্যায়ের নাম; ৫ম অধ্যায়- রাসায়নিক বন্ধন
অ্যাসাইনমেন্ট শিরোনাম; রাসায়নিক বন্ধন গঠন, যৌগের বিভিন্ন বৈশিষ্ট্য ও ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা
শিখনফল/ বিষয়বস্তু:
- অষ্টক ও দুইয়ের নিয়মের ধারণা ব্যাখ্যা করতে পারবে।
- রাসায়নিক বন্ধন এবং তা গঠনের কারণ ব্যাখ্যা করতে পারবে।
- আয়ন কীভাবে এবং কেন সৃষ্টি হয় তা ব্যাখ্যা করতে পারবে।
- আয়নিক বন্ধন গঠনের প্রক্রিয়া বর্ণনা করতে পারবে।
- সমযােজী বন্ধন গঠনের প্রক্রিয়া বর্ণনা করতে পারবে।
- আয়নিক ও সমযােজী বন্ধনের সাথে গলনাঞ্জ, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা , বিদ্যুৎ পরিবাহিতা এবং কেলাস গঠনের ধর্ম ব্যাখা করতে পারবে।
- থাতব বন্ধনের ধারণা ব্যাখ্যা করতে পারবে।
- ধাতব বন্ধনের সাহায্যে ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করতে পারবে।
অ্যাসাইনমেন্ট প্রণয়নের নিদেশনা
A ও D দুইটি মৌল যারা পর্যায় সারণির গ্রুপ-১ অবস্থিত। A মৌলের অবস্থান ১ম পর্যায়ে এবং D মৌলের অবস্থান ৪র্থ পর্যায়ে। অপর দুইটি মৌল B ও ২য় পর্যায়ে মথাক্রমে ১৪ ও ১৬ নং গ্রুপে অবস্থিত।
ক) A ও B মৌলের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ও উৎপন্ন যৌগের বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করতে হবে।
খ) C ও D মৌলের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ও উৎপন্ন যৌগের গলনাংক-স্ফুটনাঙ্ক সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে।
গ) D মৌলের একাদিক পরমাণুর মধ্যে যে ধরনের বন্ধন গঠন সম্ভব তার ব্যাখযা দিতে হবে এবং মৌলটি বিদ্যুৎ পরিবাহী কি না বিশ্লেষণ করতে ছবে।
রাসায়নিক বন্ধন গঠন, যৌগের বিভিন্ন বৈশিষ্ট্য ও ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা
[৩য় সপ্তাহের] দশম (১০ম) শ্রেণির বাংলা এসাইনমেন্ট সমাধান ২০২২ রসায়ন