News

৫৪৪টি বিভিন্ন পদে BSMMU বড় নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শেষ ২৫ জুলাই ২০২৩ ক্লিক করে আবেদন করুন

http://bsmmu.ac.bd/

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) বর্তমানে সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। তাদের অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালে ৫২টি শূন্য পদে মোট ৫৪৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

যে সকল শিক্ষার্থীগণ এই পথগুলোতে আবেদন করতে আগ্রহী তারা আমাদের এই পোষ্টের মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এখানে আমরা কোন পদে কতজন প্রার্থী নেয়া হচ্ছে তার বিস্তারিত তুলে ধরা হলো।

০১। পদের নাম: কনসালট্যান্ট

পদসংখ্যা: ৯৬

গ্রেড: ৬

Top Stories

বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা

যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত এমবিবিএস বা সমমান ডিগ্রি। নির্দিষ্ট বিষয়ে এমডি বা এমএস, এফিসিপিএস, সিসিএম, ডিএমআরটি/ডিএমআরডি/ডিএমপিএম/এমপিল অথবা সমমানের ক্লিনিক্যাল পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি।

০২। পদের নাম: মেডিক্যাল অফিসার (মেডিসিন, সার্জারি, গাইনী, অর্থোপেডিক্স)

পদ সংখ্যা: ৬০

গ্রেড: ৯

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত এমবিবিএস বা সমমান ডিগ্রি। বিএমডিসি কর্তৃক স্থায়ী রেজিস্ট্রেশন প্রাপ্ত।

০৩। পদের নাম: সিনিয়র স্টাফ নার্স

পদসংখ্যা: ২২৫

গ্রেড: ১০

বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা .

যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি (বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে)।

এছাড়াও তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে ১ জন, অতিরিক্ত পরিচালক (অর্থ) পদে ১ জন, পরিচালক (আইটি) পদে ১ জন, পারফিউশনিস্ট পদে ১ জন, চীপ শেফ পদে ১ জন, ইকোল্যাব টেকনিশিয়ান পদে ১ জন, ইলেকট্রোফিজিওলোজি টেকনিশিয়ান পদে ১ জন, ইটিটি টেকনিশিয়ান পদে ১ জন, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট পদে ২ জন, উপ-সহকারী প্রকৌশলী (বায়োমেডিকেল) পদে ১ জন, সহকারী শেফ পদে ৪ জন, কম্পিউটার অপারেটর পদে ১ জন, রেসপিরেটরি থেরাপিস্ট পদে ২ জন।

আবেদন শুরু করতে এখানে ক্লিক করুন

ওয়েবসাইট লিংক: http://bsmmu.ac.bd/

মেডিকেল টেকনোলজিস্ট পদে ২ জন, হেমোডায়ালাইসিস টেকনিশিয়ান পদে ২ জন, ল্যাব টেকনিশিয়ান পদে ২ জন, অফিস সহাকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৩ জন, সহকারী কম্পিউটার অপারেটর পদে ১ জন, সহাকারী স্টুয়ার্ড পদে ৯ জন; টেকনিশিয়ান ইঞ্জিনিয়ারিং পদে ৭ জন, ইসিজি টেকনিশিয়ান পদে ৩ জন, পেস মেকার টেকনিশিয়ান পদে ১ জন, এন্ডোস্কপি ও কোলনস্কপি সহকারী পদে ২ জন, প্যাশেন্ট সার্ভিস ম্যানেজার পদে ১ জন, লিফজ অপারেটর পদে ০৬ জন।

ওটি টেকনিশিয়ান পদে ১২ জন, ক্যাথল্যাব সহরকারী পদে ২ জন, ইমেজিং সহকারী পদে ৪ জন, ড্রাইভার পদে ৬ জন, ইকো ল্যাব এটেনডেন্ট পদে ২ জন, ল্যাব এটেনডেন্ট পদে ৪ জন, এমএলএসএস পদে ১৫ জন, পেশেন্ট কেয়ার এটেনডেন্ট (ওয়ার্ড বয়) পদে ২০ জন, ইআরসিপি সহকারী (ওটি বয়) পদে ১ জন, আলট্রাসনোগাইডেট প্রসিডিউর সহকারী (ওটি বয়) পদে ১ জন, ভাসকুলার ল্যাব সহকারী (ওটি বয়) পদে ১ জন, ওটি বয় পদে ৫ জন, সহকারী নিউটিশনিস্ট পদে ৩ জন।

চিলার অপারেটর পদে ৪ জন, বয়লার অপারেটর পদে ৩ জন, প্লাম্বার পদে ১ জন, কাঠ মিস্ত্রি পদে ১ জন, সাবস্টেশন এ্যাটেনডেন্ট পদে ১ জন, দর্জি পদে ২ জন, টেকনিশিয়ান (আইটি) পদে ৩ জন, টেকনিশিয়ান (মেডিকেল গ্যাস) পদে ৩ জন, অপারেটর (সিএসএসডি) পদে ৪ জন, মালী পদে ২ জন ও ধোপা পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

বয়সসীমা: ১, ২, ৪, ৫, ৬, ৮ ও ১২নং পদ ছাড়া বাকি সবগুলো পদের জন্য সাধারণ প্রার্থীদের বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর। কোটায় সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://bsmmu.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *