সকল মৌলিক পদার্থ অসংখ্য পরমাণুর সমন্বয়ে গঠিত। স্বাভাবিক ভাবে একটি মৌলের সব পরমাণুর ভর, আকার, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা একই। কিন্তু কোন একটি মৌলিক পদার্থের মধ্যে অবস্থিত পরমাণুগুলোর মধ্যে অল্প কিছু সংখ্যক পরমাণুর নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যা এক নয়, ভিন্ন। এদেরকে একে অপরের আইসোটোপ বলে।
হাইড্রোজেন এর ৭টি আইসোটোপ আছে। এদের মধ্যে ৩টি প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকি চারটি পরীক্ষাগারে সংশ্লেষণ করা হয়।
1H – 1 (ইলেকট্রন) – 1(প্রোটন) – 0 (নিউট্রন) – 1(ভর সংখ্যা)
2H – 1 (ইলেকট্রন) – 1(প্রোটন) – 1 (নিউট্রন) – 2(ভর সংখ্যা)
3H – 1 (ইলেকট্রন) – 1(প্রোটন) – 2 (নিউট্রন) – 3(ভর সংখ্যা)
4H – 1 (ইলেকট্রন) – 1(প্রোটন) – 3 (নিউট্রন) – 4(ভর সংখ্যা)
5H – 1 (ইলেকট্রন) – 1(প্রোটন) – 4 (নিউট্রন) – 5(ভর সংখ্যা)
6H – 1 (ইলেকট্রন) – 1(প্রোটন) – 5 (নিউট্রন) – 6(ভর সংখ্যা)
7H – 1 (ইলেকট্রন) – 1(প্রোটন) – 6 (নিউট্রন) – 7(ভর সংখ্যা)
ক্লোরিনের দুটি আইসোটোপ হলো 35Cl ও 37 Cl. নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে এমনটি হয়েছে।
খ) পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝ?
পারমাণবিক সংখ্যা: কোন মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়।যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ১। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮
পারমাণবিক সংখ্যাঃ
কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে মৌলটির পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যা একটি মৌলের বৈশিষ্ট্যসূচক ধর্ম। পারমাণবিক সংখ্যাকে Z অথবা at. no দ্বারা প্রকাশ করা হয়।
পারমানবিক সংখ্যার বৈশিষ্ট্যঃ
দুটি মৌলের পারমাণবিক ধর্ম কখনো এক হতে পারে না। মৌলের ধর্ম এর পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে। রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে এই পারমাণবিক সংখ্যার কোন পরিবর্তন হবে না। তড়িৎ নিরপেক্ষ পরমাণুতে, মানে যখন পরমাণুটি আয়নে পরিণত হয়ে যায় নি, তখন প্রোটন সংখ্যা আর ইলেক্ট্রন সংখ্যা সমান থাকে। কিন্তু আয়নে পরিণত হলে, প্রোটন আর ইলেক্ট্রনের সংখ্যা আর সমান থাকে না।
উদাহরণঃ
সোডিয়ামের নিউক্লিয়াসে মোট 11 টা প্রোটন উপস্থিত। তাই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। একই ভাবে, Mg, Cl, Ca, U- এইগুলার পারমাণবিক সংখ্যা যাথাক্রমে 12, 17, 20, 92।
hazabarolo.com, hojoborolo.com, Assignment Somadhan of Class 9, hozoborolo.com, Assignment er uttor Class 9, suggestionquestion.com, newresultbd.com, allresultbd.com, examresultbd.com, allnewjobcircular.com, alleducationresult.com, Class 9 vugul assignment sylabus somadhan, class 9 vugul somadhan , Assignment Prosner Uttor Class 9, dhaka board class 9 assignment somadhan