এই পোষ্টের মাধ্যমে আপনি জানতে পারবেন নৈপূণ্য অ্যাপ এর মাধ্যমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর রিপোর্ট কার্ড, নম্বর পত্র ও বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করার সঠিক প্রক্রিয়া। আমরা জানি যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন সংগ্রহ করে তা অনলাইন নৈপুণ্য ওয়েবসাইটে আপলোড করার পর PI ও BI শীট সংগ্রহ করতে হবে। এর মধ্যে আমরা যে সকল বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তার মধ্যে আচরণিক ট্রান্সক্রিপ্ট, শ্রেণীর উপাত্ত সংগ্রহের শিট, সকল বিষয়ের ট্রান্সক্রিপ্ট, রিপোর্ট কার্ড ডাউনলোড ইত্যাদি। তো সম্পূর্ণ সহযোগিতা পেতে প্রয়োজনীয় লিংক ফলো করুন।
নৈপুণ্যে অ্যাপের ২টি লিংক
- প্রতিষ্ঠান ব্যবস্থাপনা: master.noipunno.gov.bd.com
- শিক্ষক ড্যাসবোর্ড: https://evaluation.noipunno.gov.bd
এখানে নবীন ওয়েব ব্যবহার করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান এর EIIN নম্বর দিয়ে ব্যবহার করা যাবে। আর যদি কোন শিক্ষাপ্রতিষ্ঠানের eiin নম্বর না থাকে সেক্ষেত্রে শিক্ষক ড্যাশবোর্ড থেকে শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করতে হবে। বাংলাদেশের প্রায় 42 লক্ষ শিক্ষার্থী এ বছর এই ডিজিটাল সেবার আওতায় আসবে। এভাবে শিক্ষা কার্যক্রমের উন্নয়ন হলে ভবিষ্যতে সকল শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম এই অ্যাপসের মাধ্যমে পরিচালনা করা হবে।
৬ষ্ঠ ও ৭ম এর রিপোর্ট কার্ড Download Link
ইতিমধ্যে আমরা বলেছি যে আমাদের এখান থেকে আপনারা ষষ্ঠ ও সপ্তম দুই শ্রেণীর শিক্ষার্থীদের সকল বিদ্যালয়ের রিপোর্ট কার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু করতে পারবেন। রিপোর্ট কার্ড বলতে একটি শ্রেণীর একজন শিক্ষার্থীর সকল বিষয়ের ট্রান্সক্রিপ্ট ও মূল্যায়ন কার্যাবলী একত্রিত করে একটি সংক্ষিপ্ত রিপোর্ট তৈরি হওয়াকে বলা হয়।
আপনি তখনই একজন শিক্ষার্থী রিপোর্ট কার্ড ডাউনলোড করতে পারবেন যখন তার সম্পর্কে সকল প্রকার তথ্য আপলোড সম্পন্ন হবে। তাই আপনি যদি ষষ্ঠ সপ্তম শ্রেণীর রিপোর্ট কার্ড বিস্তারিতভাবে নতুন লিংক থেকে ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া ওয়েবসাইটের লিংক ফলো করুন। ইতিমধ্যে নৈপূণ্য অ্যাপসের ওয়েব ভার্সন আপডেট করা হয়েছে। আশা করা যায় এখন সবার আগে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট কার্ড পেয়ে যাবেন।
৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড আচরণগত ট্রান্সক্রিপ্ট ও বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি
বিষয়: ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড, আচরণগত ট্রান্সক্রিপ্ট ও বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট সংগ্রহ/ডাউনলোড সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, নতুন জাতীয় শিক্ষাক্রম- ২০২২ অনুসারে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড, আচরণগত ট্রান্সক্রিপ্ট ও বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট আগামী ২২ ডিসেম্বর, ২০২৩ তারিখ থেকে প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত evaluation noipunno.gov.bd লিংকটি ব্যবহার করে সংগ্রহ / ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনাসমূহ অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
- ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শ্রেণি শিক্ষকগণ তাঁদের ড্যাশবোর্ড evaluation.noipunno.gov.bd লিংক থেকে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড ডাউনলোড করতে পারবেন সকাল ৯.০০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত। এই সময় শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম বন্ধ থাকবে;
- ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয় শিক্ষকগণ তাঁদের নিজ নিজ আইডি থেকে বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট “ডাউনলোড” করতে পারবেন সকাল ৯.০০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত
- পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দুপুর ১.০০ টার পর থেকে রিপোর্ট কার্ড, বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ও আচরণিক ট্রান্সক্রিপ্ট “ডাউনলোড” কার্যক্রম বন্ধ থাকবে;
- শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম দুপুর ১.০০ টার পর থেকে বিষয় শিক্ষকগণ চালিয়ে যেতে পারবেন।
ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ডাউনলোড লিংক সমূহ
১। ৬ষ্ঠ শ্রেণির সকল বিষয়ের ট্রান্সক্রিপ্ট | Download Link |
২। ৬ষ্ঠ শ্রেণির ১টি আচরণিক ট্রান্সক্রিপ্ট | Download Link |
৩। ৬ষ্ঠ শ্রেণির উপাত্ত (PI) সংগ্রহের শীট | Download Link |
৪। ৬ষ্ঠ শ্রেণির উপাত্ত (BI) সংগ্রহের শীট | Download Link |
৫। ৭ম শ্রেণির সকল বিষয়ের ট্রান্সক্রিপ্ট | Download Link |
৬। ৭ম শ্রেণির ১টি আচরণিক ট্রান্সক্রিপ্ট | Download Link |
৭। ৭ম শ্রেণির উপাত্ত (PI) সংগ্রহের শীট | Download Link |
৮। ৭ম শ্রেণির উপাত্ত (BI) সংগ্রহের শীট | Download Link |
বিশেষ দ্রষ্টব্য:
১. শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড ডাউনলোড করার পূর্বে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের সকল তথ্য দিতে হবে;
২. প্রতিষ্ঠান ও শিক্ষকের সকল তথ্য সংশোধনের সুযোগ চালু করা হয়েছে। প্রয়োজনীয় তথ্যগুলো সংশোধন করে হালনাগাদ করতে হবে। তাহলে রিপোর্ট কার্ডে সকল তথ্য সঠিকভাবে দেখতে পারবেন।