সুতি কাপড় পরিষ্কার করতে সাধারণ লন্ড্রি সাবান বা গুঁড়া সাবান ব্যবহার করুন। হালকা গরম পানিতে গুঁড়া সাবান দিয়ে কাপড় কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ময়লা উঠে যাবে।
* সাধারণ গুঁড়া সাবান দিয়ে কাপড় পরিষ্কার করার সময় এর মধ্যে আধা কাপ বেকিং সোডা মিশিয়ে নিন। তাতে রঙিন কাপড়ের রং নষ্ট হবে না, কাপড়ও কুঁচকাবে না। এ ছাড়া যেসব কাপড়ে রং ওঠে তা ধোয়ার সময় গুঁড়া সাবানের সঙ্গে আধা কাপ ভিনেগার মিশিয়ে নিন। রং যাবে না এবং কাপড় নরম থাকবে।
কাপড়ের মাড় দিতে হয় কেন?
মাড় প্রয়ােগের ৫টি নিয়ম লিখ
সাদা কাপড় ব্যবহারের পর লালচে ভাব হলে তা দূর করতে গুঁড়া সাবানের সঙ্গে আধা কাপ লেবুর রস মিশিয়ে কাপড় আধা ঘণ্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিন। লালচে ভাব দূর হয়ে যাবে।
* সাদা কাপড় আরো সাদা করতে আধা কাপ হাইড্রোজেন পার-অক্সাউড কাপড় ধোয়ার সময় গুঁড়া সাবানের সঙ্গে মিশিয়ে নিন। কাপড় আরো সাদা হবে।
* কাপড় ধোয়ার পর মাড় দেওয়ার প্রয়োজন হলে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার আধা লিটার ঠাণ্ডা পানিতে গুলে বোতলে ভরে ভেজা কাপড়ে স্প্রে করে রোদে শুকিয়ে নিন।